মমতার আমলে একের পর এক কর্মী খুন, ভোট পরবর্তী হিংসায় সংসদে তৃণমূলকে চরম ধাক্কা শমীকের! তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য March 21, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলায় কি চলছে, তা হয়ত দেশের মানুষের কাছে তুলে ধরার খুব বেশি প্রয়োজন ছিল। আর এবার সেই প্রয়োজনের কথাই সংসদে তুলে ধরে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারকে কার্যত অস্বস্তিতে ফেলে দিলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। যেখানে ভোট পরবর্তী হিংসার কথা তুলে ধরে বাংলায় একের পর এক বিজেপি কর্মীকে যেভাবে খুন করা হয়েছে, তা নিয়ে সোচ্চার হলেন তিনি। আর সংসদে যখন শমীকবাবু এই কথা বলছেন, তখন এই রাজ্যের শাসক দলের প্রেস্টিজ পামচার হয়ে গেল বলেই মনে করছেন একাংশ। প্রসঙ্গত, এদিন রাজ্যসভায় বক্তব্য রাখেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। যেখানে বাংলায় ভোট পরবর্তী হিংসায় একের পর এক বিজেপি কর্মীর খুন নিয়ে সোচ্চার হন তিনি। শমীকবাবু বলেন, “তৃণমূল সরকার ২০১১ সালে ক্ষমতায় এসেছে। তারপর থেকে ৪৫৫ জন বিজেপি কর্মী খুন হয়েছেন। ২০২১ সালে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসায় ২৭ দিনের মধ্যে ৫৬ জন কর্মী খুন হয়েছেন।” একাংশ বলছেন, গোটা দেশের মানুষের সঙ্গে কাছে এই রাজ্যের স্বরূপ এবং তৃণমূল সরকারের আমলে কি চলছে, তা তুলে ধরার বড়ই প্রয়োজন ছিল। আর সেই কাজটা করে শমীক ভট্টাচার্য গোটা দেশের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের কীর্তি ফাঁস করে দিয়ে তৃণমূলকে চরম গাড্ডায় ফেলে দিলেন। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। আপনার মতামত জানান -