এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > হারানো জমি পুনরুদ্ধারে বিশেষ পরিকল্পনা নিয়ে ৪ মাস পর উত্তরবঙ্গে যাচ্ছেন মমতার অনুগত সৈনিক

হারানো জমি পুনরুদ্ধারে বিশেষ পরিকল্পনা নিয়ে ৪ মাস পর উত্তরবঙ্গে যাচ্ছেন মমতার অনুগত সৈনিক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –একসময় উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি বিভিন্ন জায়গায় দলের সংগঠনকে শক্তিশালী করতে দূত হিসেবে অরূপ বিশ্বাসকে মাঝেমধ্যেই পাঠাতেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের মাটিতে ঘাসফুল ফোটানোর জন্য অরূপ বিশ্বাসের উপর সবথেকে বেশি ভরসা রেখেছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু গত লোকসভা নির্বাচনে বিজেপি উত্তরবঙ্গের 7 টি আসন দখল করার পর এবং তৃণমূলের দখলে একটি আসনও না আসায় রীতিমতো হতাশ হয়ে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই উত্তরবঙ্গের দিকে দৃষ্টি দিতে দেখা যায় তাকে।

সেভাবে অরূপ বিশ্বাসকেও আর তারপর থেকে উত্তরবঙ্গে দেখা যায়নি। কিন্তু অবশেষে প্রায় চার মাস পর এবার উত্তরবঙ্গের মাটিতে পা রাখছেন রাজ্যের পূর্তমন্ত্রী তথা হেভিওয়েট তৃণমূল নেতা অরূপ বিশ্বাস। সূত্রের খবর, আগামী 7 জুলাই শিলিগুড়িতে আসছেন অরূপবাবু। আর সেখানেই দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার সাংগঠনিক বিষয় নিয়ে পর্যালোচনা করবেন তিনি। জানা গেছে, 7 জুলাই শিলিগুড়িতে পৌঁছানোর পর 8 জুলাই জলপাইগুড়িতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে রাজ্যের পূর্তমন্ত্রীর।

আর এর পরেই 9 জুলাই শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে দার্জিলিং জেলার পাহাড় এবং সমতলের প্রতিটি নেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন তিনি। যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। আর হঠাৎ করেই লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ার পর অরূপ বিশ্বাসের এই উত্তরবঙ্গ সফরকে নিয়ে এবার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, গত লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে একটি আসনও দখল করতে পারেননি। সামনে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে দলের তরফে দুর্নীতি বন্ধ করতে এবং গোষ্ঠী কোন্দলকে বন্ধ করবার জন্য কড়া বার্তা দেওয়া হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও অনেকেই কথা শুনছে না। যার ফলে বাড়ছে বিড়ম্বনা। তাই এই পরিস্থিতিতে জলপাইগুড়ি এবং শিলিগুড়ি জেলার সংগঠনকে যাতে আরও বেশি চাঙ্গা করা যায় এবং বিজেপির প্রভাব যাতে সেখান থেকে মুক্ত করা যায়, তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আবার অরূপ বিশ্বাসকে উত্তরবঙ্গে পাঠাচ্ছেন বলে মনে করা হচ্ছে।

অনেকে এটাও বলছেন, শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মারাত্মক আকার ধারণ করেছে। তাই সেখানকার নেতাদের একত্রিত হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিতে চাইছেন। যাতে আগামী বিধানসভা নির্বাচনে সকলে দলের জন্য লড়াই করেন।

তবে অতীতে অরূপ বিশ্বাস বারবার শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে ঘুরে গেলেও, যেভাবে লোকসভা নির্বাচনে বিজেপির প্রভাব বেড়েছে এবং তৃণমূল পর্যদুস্ত হয়েছে, তাতে অরুপবাবুর এই সফর আদৌ কাজে দেবে কিনা, তা নিয়ে নানা মহলে শুরু হয়েছে প্রশ্ন। এখন উত্তরবঙ্গের মাটিতে পা রেখে দুই জেলার সংগঠনকে চাঙ্গা করতে অরূপ বিশ্বাস নেতাকর্মীদের কি বার্তা দেন, তার দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!