এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার অস্বস্তি বাড়িয়ে মন্ত্রীপদ থেকে সরে যাচ্ছেন অমিত, নতুন কে আসতে চলেছেন? জেনে নিন

মমতার অস্বস্তি বাড়িয়ে মন্ত্রীপদ থেকে সরে যাচ্ছেন অমিত, নতুন কে আসতে চলেছেন? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2011 থেকে 2021 সাল পর্যন্ত পরপর দুবার তৃণমূল সরকারের আমলে অর্থমন্ত্রীর দায়িত্ব সামাল দিয়েছেন তিনি। কিন্তু 2021 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেননি অমিত মিত্র। তবুও মন্ত্রিসভা গঠনের দিন তাকে অর্থমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে দেখা যায়। আর তার পরেই জল্পনা তৈরি হয়, আগামী ছয় মাসের মধ্যে সাংবিধানিক নিয়ম অনুযায়ী অমিত মিত্রকে নতুন কোনো বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করিয়ে আনতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শারীরিক কারণে অসুবিধা থাকায় মন্ত্রী হিসেবে আর কাজ চালাতে পারছেন না অমিত মিত্র। আর সেই কারণেই মন্ত্রী হলেও তার যে নির্বাচনে দাঁড়ানোর কথা, সেই নির্বাচনে আর দাঁড়াতে চান না তিনি।

অর্থাৎ মন্ত্রীপদ এবার ছেড়ে দিতে চাইছেন রাজ্যের বর্তমান অর্থমন্ত্রী অমিত মিত্র। স্বাভাবিকভাবেই এই গুঞ্জন তৈরি হতেই রীতিমতো কৌতুহল শুরু হয়েছে নানা মহলে। শুধুমাত্র শারীরিক অসুস্থতা, নাকি অন্য কোনো কারণ রয়েছে? আর যদিও বা অমিত মিত্র মন্ত্রীপদ ছেড়ে দেন, তাহলে রাজ্যের পরবর্তী অর্থমন্ত্রী কে হবে, এখন তা নিয়েই রীতিমতো উদ্বিগ্ন শাসক দলের একাংশ। সূত্রের খবর, মন্ত্রী হওয়ার পরেও সেভাবে বাড়ি থেকে বেরোতে দেখা যাচ্ছে না অমিত মিত্রকে। যার প্রধান কারণ, শারীরিক অসুস্থতা। সম্প্রতি রাজ্য বাজেট পেশ হলেও তাকে বাড়ি থেকেই গোটা বিষয়টি পর্যবেক্ষণ করতে দেখা গিয়েছে। সেদিক থেকে অর্থমন্ত্রী হিসেবে অমিতবাবুর বাজেট পেশ করার কথা থাকলেও, তার জায়গায় সেই বাজেট পেশ করেছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

তবে মন্ত্রী হওয়ার ছয় মাসের মধ্যে অমিত মিত্রকে যে কোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করতে হবে। তা না হলে তিনি মন্ত্রী থাকতে পারবেন না। তাই এই পরিস্থিতিতে তাকে কোন বিধানসভা কেন্দ্র থেকে দাঁড় করাবে তৃণমূল কংগ্রেস, তা নিয়েই গুঞ্জন ক্রমশ মাথাচাড়া দিতে শুরু করেছিল। আর এর মাঝেই খবর পাওয়া গেল, অর্থমন্ত্রী হিসেবে আর কাজ চালাতে চাইছেন না অমিত মিত্র। সেদিক থেকে শারীরিক অসুস্থতার কারণে এবার মন্ত্রী পদ ছেড়ে দিয়ে কিছুটা বিশ্রাম নিতে চাইছেন তিনি। ইতিমধ্যেই সেই কথা দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছেন অমিত মিত্র বলে জানা যাচ্ছে। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে তৃতীয় তৃণমূল সরকারের আমলে অর্থমন্ত্রী হিসেবে অমিত মিত্র যেভাবে অব্যাহতি নিতে চাইছেন, তা অনেকের কাছেই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেরই প্রশ্ন, যদি অমিত মিত্রের মতো অভিজ্ঞ ব্যক্তি অর্থমন্ত্রী থেকে সরে যান, তাহলে তার জায়গায় কাকে আনবেন মমতা বন্দ্যোপাধ্যায়? একাংশ বলছেন, এই ব্যাপারে আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী‌। কিন্তু অর্থমন্ত্রী হিসেবে অমিত মিত্র অব্যাহতি চাইলেও, তাকে সম্পূর্ণরূপে ছেড়ে দিতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থাকে ঠিক রাখতে অভিজ্ঞ অমিতবাবুকে কোনো উপদেষ্টা পদে নিয়োগ করতে পারেন মুখ্যমন্ত্রী। সেদিক থেকে কিছুদিনের মধ্যেই রাজ্যে বিধান পরিষদ লাগু হবে বলে দাবি করছে শাসক দল তৃণমূল কংগ্রেস।

তাই নির্বাচনে লড়াই করার ক্ষেত্রে শারীরিক অসুস্থতা প্রধান অন্তরায় হয়ে দাঁড়ালে বিধান পরিষদের সদস্য করে অমিত মিত্রকে রাজ্যের মন্ত্রী রাখা যায় কিনা, সেটা নিয়েও আলোচনা শুরু হয়েছে শাসকদলের অন্দরমহলে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, শেষ পর্যন্ত শারীরিক অসুস্থতার কারণে অর্থমন্ত্রী অমিত মিত্র ছাড়েন কিনা এবং তার ফলে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব কার কাঁধে সঁপে দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!