মমতার বাড়ির বিদ্যুতের খরচ মিটিয়েছে সারদা চিটফান্ড? একি বললেন শুভেন্দু ! কলকাতা তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য May 31, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এই রাজ্যে চিটফান্ডের বাড়বাড়ন্ত হয়েছে তৃণমূল সরকারের আমলে বলেই এতদিন অভিযোগ করত বিরোধীরা। আর এবার যে সারদা চিটফান্ড নিয়ে এতদিন জলঘোলা পরিস্থিতি তৈরি হয়েছিল, এবার সেই সারদার টাকা দিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির বিদ্যুতের খরচের বিল মেটানো হয়েছে বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। যে দাবিকে কেন্দ্র করে রীতিমত উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এক ভয়ংকর তথ্য ফাঁস করেন। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “ওনার বাড়ির ল্যান্ড ফোনের বিল সারদা থেকে মেটানো হয়েছে। ওনার কালীঘাটের বাড়ির বিদ্যুতের বিল এই সারদা থেকে মেটানো হয়েছে। আমার কাছে সমস্ত তথ্য রয়েছে। বড় ডাকাত একটা।” স্বভাবতই এতদিন সারদার সঙ্গে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল দলের যোগ রয়েছে বলে বহু অভিযোগ করেছে বিরোধীরা। কিন্তু একেবারে তথ্য হাতে রেখে বড় দাবি করে মুখ্যমন্ত্রীর ঘুম কেড়ে নিলেন শুভেন্দু অধিকারী বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -