এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার বিরুদ্ধে এবার কড়া আক্রমণ শুভেন্দুর, বাড়ছে তৃণমূল বিজেপির তরজা

মমতার বিরুদ্ধে এবার কড়া আক্রমণ শুভেন্দুর, বাড়ছে তৃণমূল বিজেপির তরজা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাত ছেড়ে রাতারাতি তৎকালীন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে। দীর্ঘসময়ের সম্পর্ক চ্ছেদ করেছিলেন তিনি মুহূর্তের মধ্যে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর তিনি একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতেই লড়াইয়ের ময়দানে নামেন এবং বিতর্কিত জয়লাভ করেন। পরিবর্তে এই মুহূর্তে তিনি রাজ্যের বিরোধী দলনেতা। বিজেপিতে যোগদানের পর থেকেই শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের শীর্ষে রেখেছেন। এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময় ক্ষোভ উগরে দিয়েছেন।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখা গেছে শুভেন্দু অধিকারীর নাম শুনতেই তিনি নারাজ। কিন্তু একটা সময় মমতা ব্যানার্জির সব থেকে কাছের মানুষ ছিলেন এই শুভেন্দু অধিকারী এবং তাঁর পরিবার। তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাত ধরেই শুভেন্দুর বিধায়ক, সাংসদ ও রাজ্যের মন্ত্রী হওয়া এবং এই সত্য সবারই জানা। কিন্তু বিজেপিতে যাওয়ার পর এবার শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে করে বসলেন বড়োসড়ো রাজনৈতিক আক্রমণ। গতকাল তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধে বিজেপির তরফ থেকে আয়োজন করা হয়েছিল বিজয়া সম্মিলনীর। আর এই সম্মেলনীতে যোগ দিতে এসেছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

সেই মঞ্চ থেকেই শুভেন্দু অধিকারী ব্যাপক ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কার্যত তাঁর বিরুদ্ধে হওয়া ত্রিপল চুরির মামলার প্রসঙ্গ টেনে এনে শুভেন্দু অধিকারী বিতর্কিতভাবে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন নিকৃষ্টতম রাজনৈতিক প্রাণী বলে। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর এই কথা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা। শুভেন্দু অধিকারী অবশ্য এখানেই থামেননি। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যাবতীয় দুর্নীতির জন্য দায়ী করেছেন। এমনকি নন্দীগ্রামের যেসব মহিলা তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছিলেন, সে প্রসঙ্গ তুলে এনে শুভেন্দু অধিকারী বলেন, একদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরেও ঠিক এভাবেই বিক্ষোভ দেখানো হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল অবশ্য চুপ করে বসে নেই। তাঁদের তরফ থেকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ দিয়েছেন কড়া জবাব। রীতিমতো শুভেন্দু অধিকারীর অতীত মনে করিয়ে দিয়ে কুণাল ঘোষ পাল্টা জানিয়েছেন, রাজনীতিতে যিনি পরিচয় করিয়েছেন শুভেন্দু অধিকারীকে তাঁকেই অপমান করেছেন শুভেন্দু। কার্যত শুভেন্দু অধিকারীকে কুলাঙ্গার সন্তান বলে অভিহিত করেছেন কুণাল ঘোষ। অন্যদিকে শুভেন্দু অধিকারী গতকাল পঞ্চায়েতের 100 দিনের কাজের প্রকল্প গুলিকে তৃণমূলের চুরির উৎস বলে অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তিনি চার্জশিট তৈরি করছেন দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে।

বিশেষজ্ঞদের মতে, দুর্নীতি নিয়ে এর আগেও তৃণমূলের বিরুদ্ধে বিজেপি সূর চড়িয়েছে। তবে এত বিতর্কিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুললেন শুভেন্দু অধিকারী প্রথম। অন্যদিকে গেরুয়া শিবির থেকেই বিজেপি বিধায়ক, নেতাদের একাংশের দল ছাড়াকে বিশেষ গুরুত্ব দেননি এদিন বিরোধী দলনেতা। তবে রাজনৈতিক মহলের একাংশের অভিমত, শুভেন্দু অধিকারী যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তাতে কিন্তু তৃণমূল এবং বিজেপির তরজা আরও বাড়বে। সবমিলিয়ে পরিস্থিতি এখন কোন দিকে যায় সেদিকেই থাকবে নজর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!