এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার বিরুদ্ধে বাংলায় নিজেদের মুখ চূড়ান্ত বিজেপির? জেনে নিন

মমতার বিরুদ্ধে বাংলায় নিজেদের মুখ চূড়ান্ত বিজেপির? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যের ক্ষমতা দখল করবে বললেও, তারা এক দিক থেকে পিছিয়ে ছিল। সেটা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের তেমন কোনো গ্রহণযোগ্য মুখ ঘোষণা করতে দেখা যায়নি। যার ফলে নানা মহলে তৈরি হয়েছিল জল্পনা। অনেকের নাম নিয়ে শুরু হয়েছিল চর্চা।

কিন্তু এবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় সরকারপক্ষের প্রথম বক্তাকে নিয়ে বাংলার বিজেপি মুখকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়ে গেল। সূত্রের খবর, রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার পর সরকার পক্ষ থেকে প্রধান বক্তা হিসেবে নাম রাখা হয়েছে বাংলার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের‌। স্বাভাবিক ভাবেই এই ঘটনার পর থেকেই এখন চূড়ান্ত জল্পনা বৃদ্ধি পেতে শুরু করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, সংসদে বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের পর আলোচনার জন্য অভিজ্ঞ নেতাদের মধ্যে কাউকে বক্তা হিসেবে রাখা হয়। কিন্তু সেখানে লকেট চট্টোপাধ্যায়ের মত বিজেপি সাংসদকে কেন এবার প্রথম বক্তা হিসেবে রাখা হল, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। অনেকে বলছেন, বর্তমানে বাংলাকে গোটা দেশের সামনে তুলে ধরতে চাইছে বিজেপি।

আর তাই বাংলার বিধানসভা নির্বাচনের আগে একদিকে এই কর্মপদ্ধতির মধ্যে দিয়ে বিজেপি যেমন বাংলাকে গুরুত্ব দিতে চাইছে, ঠিক তেমনই বাংলার তৃণমূল সরকার লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্যের মধ্য দিয়ে তৃনমূলের বিড়ম্বনা বাড়িয়ে দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি বলে দাবি করছেন একাংশ। তবে একাংশ এই ধরনের কথা বললেও, লকেট চট্টোপাধ্যায় প্রথম বক্তা হওয়া নিয়ে রীতিমত অঙ্ক কষতে শুরু করেছেন বিশেষজ্ঞরা। অনেকেই বলতে শুরু করেছেন, বাংলার মহিলা মুখ হিসেবে লকেট চট্টোপাধ্যায়ের অনেকটাই গ্রহণযোগ্যতা রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করার মত মুখ তিনি। মাঝে তাকে নিয়ে জল্পনা শুরু হয়েছিলৃ আর এবার লোকসভার অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের পর সরকার পক্ষ থেকে তাকে প্রধান বক্তা রাখার পরেই সেই জল্পনা আরও বাড়তে শুরু করেছে। তাহলে কি আগামী দিনে বাংলার নির্বাচনে বিজেপির প্রধান মুখ হতে চলেছেন লকেট চট্টোপাধ্যায়?

ইতিমধ্যেই লোকসভার এই অধিবেশনকে কেন্দ্র করে জমজমাট পরিস্থিতি তৈরি হয়েছে। তবে লকেট চট্টোপাধ্যায় বিজেপির প্রধান বক্তা হওয়ায় পাল্টা কৌশল এনেছে তৃণমূল কংগ্রেস। যেখানে তাদের পক্ষ থেকে প্রধান বক্তা হিসেবে রাখা হয়েছে মহুয়া মৈত্রকে। স্বাভাবিক ভাবেই লড়াই যে লোকসভায় বাংলার দুই সাংসদের মধ্যে ক্রমশ জমজমাট হয়ে দাঁড়াবে, তা বলার অপেক্ষা রাখে না।

তাই এই পরিস্থিতিতে রাষ্ট্রপতির ভাষণের পর সরকার পক্ষের প্রধান বক্তা হিসেবে বাংলাকে প্রাধান্য দিয়ে লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য রীতিমতো নজরকাড়া বিষয় হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, লকেট চট্টোপাধ্যায় বক্তব্য রাখার পর আগামীদিনে সত্যি সত্যি তিনিই বিজেপির বাংলার মুখ হয়ে ওঠেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!