এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতার বিরুদ্ধে খুনের মামলা? নির্বাচনের আগে তৃণমূলের ঘুম ওড়ালেন প্রিয়াঙ্কা!

মমতার বিরুদ্ধে খুনের মামলা? নির্বাচনের আগে তৃণমূলের ঘুম ওড়ালেন প্রিয়াঙ্কা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গত বিধানসভা নির্বাচনে মগরাহাটের বিজেপি প্রার্থীর ওপর হামলা এবং তার পরিপ্রেক্ষিতে তার মৃত্যুর ঘটনায় রীতিমতো উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই তার মরদেহ নিয়ে বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়েছে। যাকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আর এরপরই পুলিশের পক্ষ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ অর্জুন সিংহ এবং ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। যা নিয়ে এখন প্রশ্ন তুলতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। আর এবার এই বিষয়ে সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হওয়া উচিত বলে দাবি করলেন তিনি।

সূত্রের খবর, এদিন ভবানীপুরে প্রচার করতে গিয়ে বিজেপির নেতা নেত্রীদের বিরুদ্ধে মামলা হওয়া নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। কিন্তু মামলা তো হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর সেটা খুনের মামলা হওয়া উচিত। কারণ বিজেপির প্রচুর নেতাকর্মী খুন হয়েছেন। আর তার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। তাহলে তো প্রমাণ হয়ে গিয়েছে যে, অশান্তি হয়েছে।” স্বভাবতই বিজেপি প্রার্থীর এই মন্তব্যে যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল, তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি এই গোটা ঘটনায় তৃণমূলের চাপ যে কিছুটা হলেও বৃদ্ধি পেল, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, তৃতীয়বার তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের ভোট পরবর্তী হিংসা শুরু হয়েছে বলে অভিযোগ করতে শুরু করেছিল ভারতীয় জনতা পার্টি। পরবর্তীতে গোটা বিষয়টি নিয়ে আদালতে মামলা দায়ের হওয়ার পর যথেষ্ট চাপে পড়ে গিয়েছে রাজ্যের শাসক দল। আর এমত পরিস্থিতিতে মগরাহাটের বিজেপি প্রার্থীর মৃত্যু এবং তার পরিপ্রেক্ষিতে বিজেপির প্রতিবাদকে কেন্দ্র করে শাসকদলের ওপর চাপ বাড়াতে শুরু করেছে গেরুয়া শিবির। তবে বিজেপির রাজ্য সভাপতি থেকে শুরু করে অন্যান্য নেতা নেত্রীদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলা রুজু হতেই পাল্টা মমতা বন্দোপাধ্যায়ের চাপ বাড়িয়ে দিলেন তার প্রতিপক্ষ প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!