এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার বিরুদ্ধে নন্দীগ্রামেই দাঁড়াচ্ছেন শুভেন্দু? কোর কমিটির বৈঠকে ইচ্ছাপ্রকাশ ঘিরে জল্পনা!

মমতার বিরুদ্ধে নন্দীগ্রামেই দাঁড়াচ্ছেন শুভেন্দু? কোর কমিটির বৈঠকে ইচ্ছাপ্রকাশ ঘিরে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার কি বাংলার ভোটের রাজনীতিতে গুরু-শিষ্যের লড়াই দেখবেন সাধারন মানুষ? এককালে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা ছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু সেই শুভেন্দুবাবু এখন ভারতীয় জনতা পার্টির অন্যতম সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একসময় তৃণমূল কংগ্রেস করলেও, এখন তার আক্রমণের মুখে প্রায়শই পড়তে দেখা যাচ্ছে সেই তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। নন্দীগ্রামের ভূমিপুত্র হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারীকে পাল্টা জবাব দিতে নির্বাচনের দামামা বাজার অনেক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, এবার তিনি নন্দীগ্রামে প্রার্থী হতে চলেছেন।

তবে তৃণমূলের প্রার্থী যদি মমতা বন্দ্যোপাধ্যায় হন, তাহলে সেখানকারই প্রাক্তন বিধায়ক তথা ভূমিপুত্র হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারী কি প্রাক্তন নেত্রীর বিরুদ্ধে প্রার্থী হবেন, নাকি লড়াইয়ের ময়দান ছেড়ে দেবেন তিনি! সেই প্রশ্ন দীর্ঘদিনের। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টক্কর দিতে এবং লড়াই করতে এবার বিজেপির কোর কমিটির বৈঠকে নন্দীগ্রামে দাঁড়ানোরই ইচ্ছা প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। আর বিজেপি যদি শুভেন্দুবাবুর এই ইচ্ছাকে মান্যতা দেয়, তাহলে যে বঙ্গ রাজনীতিতে এবার নন্দীগ্রাম যে হিটলিস্টে উঠে আসতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত উল্লেখ্য, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের কিছুদিন পরেই নন্দীগ্রামের তেখালিতে একটি সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, “আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়! সুব্রত বক্সীকে বলেছি, এটা আমার মনোবাসনা।” আর তারপর থেকেই নন্দীগ্রামে দাঁড়ালে প্রার্থীর জামানত জব্দ করে দেবেন তিনি বলে জানিয়ে দেন শুভেন্দু অধিকারী। পদ্মফুলের প্রতীকে যে প্রার্থী হবেন, তাকে জয়লাভ করানোর দায়িত্ব যে তার, তাও বুঝিয়ে দেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে হাফ লক্ষ্য ভোটে হারাবেন অধিকারী পরিবারের মেজো ছেলে। তবে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে ঘাসফুল শিবিরের টিকিট নিয়ে দাড়াচ্ছেন। তবে তার প্রতিপক্ষকে শুভেন্দু অধিকারী নাকি বিজেপির পক্ষ থেকে অন্য কাউকে প্রার্থী করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এখন সেটাই বড় প্রশ্ন দাঁড়িয়েছে। তবে তৃণমূলের একাংশ রসিকতা করে বলছেন, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে দাঁড়াবেন না। কিন্তু এবার তৃণমূলকে জবাব দিতে বিজেপির কোর কমিটির বৈঠকে তাকে যাতে নন্দীগ্রামেই দাঁড় করানো হয়, তার জন্য আবেদন করেছেন শুভেন্দুবাবু বলে খবর।

জানা গেছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে দিল্লিতে এদিন কোর কমিটির বৈঠক হয়েছিল। আর সেই বৈঠকেই তাকে যাতে নন্দীগ্রাম বিধানসভা থেকে লড়তে দেওয়া হয়, তার জন্য বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে অনুরোধ করেন শুভেন্দু অধিকারী। তবে এখনও পর্যন্ত বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত নয় বলেই খবর। শেষ পর্যন্ত এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ।

তাই সেয়ানে সেয়ানে টক্কর হতে এবং শুভেন্দু অধিকারীর ইচ্ছাকে মর্যাদা দিতে সত্যি সত্যিই তাকে নন্দীগ্রামের টিকিট দেয় ভারতীয় জনতা পার্টি, নাকি এখানে অন্য কাউকে প্রার্থী করে! এখন সেটাই লক্ষণীয় বিষয় রাজনৈতিক মহলের কাছে। তবে শুভেন্দুবাবু যেহেতু বিজেপির কোর কমিটির কাছে ইচ্ছা প্রকাশ করেছেন নন্দীগ্রামে দাঁড়ানোর জন্য, তাই তার ইচ্ছাকে মান্যতা দিলে বঙ্গ রাজনীতিতে গুরু-শিষ্যের লড়াইয়ে সরগরম হয়ে উঠতে পারে রাজনৈতিক ক্ষেত্রপথ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!