এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার চালে ভুল? মোক্ষম অস্ত্র হাতে পেয়ে গেলেন শুভেন্দু? ভোটের আগে আরও শক্তিশালী বিজেপি?

মমতার চালে ভুল? মোক্ষম অস্ত্র হাতে পেয়ে গেলেন শুভেন্দু? ভোটের আগে আরও শক্তিশালী বিজেপি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের বোঝাপড়ার অভাবে শুভেন্দু দল ছেড়েছেন বেশ কিছুদিন আগেই। প্রশ্ন উঠেছে, শুভেন্দু দল ছাড়ার পর অধিকারী পরিবারের বাকি সদস্যরা কি পদক্ষেপ নিতে চলেছেন? যদিও তার মধ্যেই শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী তৃণমূল থেকে জানিয়ে দিয়েছিলেন তিনি অন্তত দল ছাড়বেন না। এরই মধ্যে ঘটে গেল আরেকটি চাঞ্চল্যকর ঘটনা। জল্পনার মধ্যেই কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে বিতাড়িত করা হলো শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে। অভিযোগ উঠেছে, সৌমেন্দু তাঁর দাদা শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বকলমে শুভেন্দুর হয়েই কাজ করছেন।

অন্যদিকে বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন, সৌমেন্দু অধিকারীকে সরিয়ে দিয়ে দলনেত্রী কিন্তু আবারও বড় ভুল করলেন। অনেকেই মনে করছেন, তুরুপের তাস তুলে দিলেন শুভেন্দু অধিকারীর হাতে। কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেছিলেন, অধিকারী পরিবারে এখনো পর্যন্ত পদ্ম ফোটেনি। এবার সেই চ্যালেঞ্জকে সত্যি করে দেখাতে চলেছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই সৌমেন্দু অধিকারীর বিতাড়িত হওয়ার খবর পেয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দিব্যেন্দু অধিকারী এবং বর্ষীয়ান তৃণমূল নেতা শিশির অধিকারী। শোনা যাচ্ছে, হয়তো শুভেন্দু অধিকারীর হাত ধরে এবার সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে চলেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 এই যোগদান তৃণমূল শিবিরের অন্যতম বড় ধাক্কা হয়ে আসতে চলেছে নতুন বছরে সে ব্যাপারে নিশ্চিত রাজনীতির কারবারীরা। বুধবারই বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতোকে দেখা গিয়েছিল অধিকারী বাড়িতে। তখন থেকেই জল্পনা তুঙ্গে উঠেছিল, সৌমেন্দু অধিকারীসহ বাড়ির বাকি সদস্যরা হয়তো বিজেপিতে যেতে চলেছেন। শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরেই তীব্র ক্ষোভে ফেটে পড়েন পুরনো দলের বিরুদ্ধে। পাশাপাশি শুভেন্দুর হাত ধরে অনেকেই তৃণমূল ছেড়ে চলে আসেন গেরুয়া শিবিরে। শুভেন্দু দাবি করেন, আরও অনেক তৃণমূল নেতা নেত্রী গেরুয়া শিবিরে আসতে চলেছেন। আর তারই প্রথম পদক্ষেপ হিসেবে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন অধিকারী দলে আসতে চলেছেন।

বাকি রইল অধিকারী পরিবারের আরও দুজন সদস্য দিব্যেন্দু অধিকারী এবং শিশির অধিকারী। তাঁরা এবার কি পদক্ষেপ গ্রহণ করেন, সেদিকে কিন্তু কৌতুহলী নজর সবার। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, সৌমেন্দু অধিকারীর কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে অপসারিত করে বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরকে শক্তিশালী করা হলো। কারণ অধিকারী পরিবারের সমস্ত সদস্যরা সৌমেন্দুর প্রতি অন্যায় হয়েছে বলে প্রশ্ন তুলেছেন। প্রশ্ন উঠছে, তাহলে কি হিসেবে কিছুটা ভুল হয়ে গেল তৃণমূল সুপ্রিমোর? একুশের বিধানসভার নির্বাচন কিন্তু আসতে আর বিশেষ দেরি নেই। এই অবস্থায় যেভাবে প্রতিনিয়ত বাংলার রাজনীতিতে অদল বদল হচ্ছে তা যথেষ্ট চমকপ্রদ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!