এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার চিন্তা বাড়িয়ে আব্বাস সিদ্দিকী আর একা নন, বহু আদিবাসী সংগঠন ক্রমশ জোটের দিকে এগোচ্ছেন

মমতার চিন্তা বাড়িয়ে আব্বাস সিদ্দিকী আর একা নন, বহু আদিবাসী সংগঠন ক্রমশ জোটের দিকে এগোচ্ছেন


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সাথে সাথেই বোঝা যাচ্ছে, শুধুমাত্র মুখ্য রাজনৈতিক দলগুলিই নয়, এবারের বিধানসভা নির্বাচনে ভোটে লড়তে চলেছেন পাশাপাশি আরো বহু নতুন দল। অনেক নতুন দল তৈরী হচ্ছে, যারা নির্বাচনে নামতে আগ্রহী। এরকমই একটি নতুন দল তৈরি করেছেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। আর এই ছোট ছোট দলগুলিকে ঘিরেই শাসক শিবিরের চিন্তা বাড়ছে বৈ কমছে না। সম্প্রতি আলাদা দল করে ভোটে লড়ার কথা ঘোষণা করেছেন ফুরফুরা শরীফের পীরজাদা।

আর এবার তাঁর দলের সঙ্গে আরো বিভিন্ন আদিবাসী সংগঠন জোট করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানান আব্বাস সিদ্দিকী। তবে কোন কোন সংগঠন তাঁর দলের সাথে জোট করবে, সে ব্যাপারে অবশ্য স্পষ্ট কোনো বার্তা দিতে পারেননি ফুরফুরা শরীফের পীরজাদা। তবে তিনি জানান, বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও কথা চলছে। ডিসেম্বরের শেষ দিকে আব্বাস সিদ্দিকী নতুন দল ঘোষণা করবেন, এবং 2021 এ জোটবদ্ধভাবে লড়াই চালানো হবে।

অন্যদিকে আব্বাস সিদ্দিকীর দল নিয়ে ইতিমধ্যেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা লক্ষ্মী হাঁসদা বার্তা দিয়েছেন। তিনি জানান, ইতিমধ্যেই আব্বাস সিদ্দিকীর সঙ্গে তাঁদের কয়েক দফা আলোচনা হয়েছে। আগামী 9 ডিসেম্বর ঝাড়খন্ডে কেন্দ্রীয় কমিটির সঙ্গে তাঁদের কথাবার্তা হতে চলেছে বলে জানান লক্ষী। অন্যদিকে এদিন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতার নেতৃত্বে সংবিধান রক্ষা এবং নতুন কৃষি আইন বাতিলের দাবিতে, পাশাপাশি দিল্লির কাছে কৃষক আন্দোলনের সমর্থনে জাঙ্গিপাড়া সীতাপুর থেকে চন্ডীতলা পাঁচতলা হয়ে জগৎবল্লভপুর পর্যন্ত একটি মিছিল হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই মিছিলে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ছাড়াও ভারতীয় আদিবাসী একতা মঞ্চ, গণতন্ত্র রক্ষা মঞ্চ সহ বেশ কয়েকটি সংগঠন অংশগ্রহণ করে।অন্যদিকে আব্বাস সিদ্দিকী যে নতুন জোটের কথা বলেছেন, তা নিয়ে অবশ্য বিশেষ কোনো মন্তব্য করেননি জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। তাঁর কথায়, গণতান্ত্রিক স্বাধীন দেশে যে কেউ নতুন দল তৈরী করতেই পারেন। সে ব্যাপারে বলার কিছুই নেই। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচন রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

পাশাপাশি তৃণমূল নেত্রীর চিন্তা বাড়াচ্ছে এই ছোট ছোট দলগুলি। কারণ সেক্ষেত্রে ভোট কাটাকাটির বিষয়টি উঠে আসছে। আর একুশের বিধানসভা নির্বাচনে ভোট কাটাকাটি হলে তৃণমূল শিবিরের পরিস্থিতি যে বিপর্যয়ের মুখোমুখি হবে, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহলের অনেকেই। তবে নতুন দল লড়াইতে নেমেই যে জনপ্রিয়তা পাবে, সে কথা নিশ্চিত করে বলা যায় না। সবমিলিয়ে একুশের বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে, সে দিকেই নজর থাকবে সবার।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!