মমতার ছবিতে কাদা ছোড়ার অভিযোগে সরব তৃনমূল, “ভিত্তিহীন” দাবি বিজেপির! তৃণমূল নদীয়া-২৪ পরগনা বিজেপি রাজনীতি রাজ্য March 31, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাত পোহালেই দ্বিতীয় দফার নির্বাচন। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় সংঘর্ষ থেকে শুরু করে রাজনৈতিক তরজা লেগেই রয়েছে। এবার কামারহাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে কাদা ছোড়ার অভিযোগ উঠল ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। স্বাভাবিক ভাবেই এই অভিযোগকে কেন্দ্র করে এখন বিধিবদ্ধ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। তবে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তোলা হলেও, তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে গেরুয়া শিবির। প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার রাতে কামারহাটি 9 নম্বর ওয়ার্ডের দিল্লি পাড়ায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবিতে কাদা লাগিয়ে দেওয়ার ঘটনা সামনে আসে। আর এর পরই তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই কাজের পেছনে বিজেপির হাত রয়েছে। এমনকি এলাকায় বিজেপি তৃণমূলের ফ্লেক্স ছিড়তে শুরু করেছে বলেও অভিযোগ করে ঘাসফুল শিবির। আর এরপরই পরিস্থিতি ক্রমশ উত্তেজনা প্রবণ হয়ে উঠতে শুরু করে। তবে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ করা হলেও, তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে গেরুয়া শিবির। এদিন এই প্রসঙ্গে কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির জয় নিশ্চিত। আমরা জানি আমরা জিতব। তাই আমাদের অশান্তি ছড়ানোর কোনো কারণ নেই। ওরা নিজেরাই এসব করছে। আবার বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছে।” আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কামারহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন মদন মিত্র। অন্যদিকে বিজেপির প্রার্থী হয়েছেন রাজু বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই দুই হেভিওয়েটের লড়াইয়ে রীতিমত উত্তপ্ত হতে শুরু করেছে এলাকা। আর এই পরিস্থিতিতে নির্বাচনের সময়ে রাজনৈতিক বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর এমনিতেই সামনে আসে। তার মাঝে কলকাতাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কাদা ছোড়া হয়েছে বলে যে অভিযোগ করতে শুরু করল তৃণমূল কংগ্রেস, তাতে চাঞ্চল্য ক্রমশ বাড়তে শুরু করেছে। তবে বিজেপির পক্ষ থেকে সেই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করায় রাজনৈতিক তরজা আরও বৃদ্ধি পেতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -