এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার ধমকের মুখে তিন মন্ত্রী, শোরগোল প্রশাসনের অন্দরে!

মমতার ধমকের মুখে তিন মন্ত্রী, শোরগোল প্রশাসনের অন্দরে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিভিন্ন সময় দেখা গিয়েছে, কাজের ক্ষেত্রে কোনো গাফিলতি সামনে আসলেই নিজের সরকারের মন্ত্রীদের বিন্দুমাত্র ছেড়ে কথা বলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে বিভিন্ন প্রশাসনিক বৈঠকে কিংবা প্রশাসনিক সভায় সরকারের বিভিন্ন দপ্তরের কাজ নিয়ে খুব উগড়ে দিতে দেখা গেছে তাকে। কখনও মন্ত্রীরা, আবার কখনও বা দপ্তরের গুরুত্বপূর্ণ আধিকারিকরা তার ধমকের মুখে পড়েছেন। আর এবার তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর সমস্ত দপ্তরকে নিয়ে নবান্নে প্রশাসনিক বৈঠক করার সময় তিন হেভিওয়েট মন্ত্রী মুখ্যমন্ত্রীর ধমকের মুখে পড়লেন। যাকে কেন্দ্র করে প্রশাসনের অন্দরমহলে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে। জানা গিয়েছে, রাজ্য মন্ত্রিসভার তিন গুরুত্বপূর্ণ সদস্য বেশি খরচ নিয়ে মুখ্যমন্ত্রী ধমকের মুখে পড়েছেন। পাশাপাশি একাধিক দপ্তরের গুরুত্বপূর্ণ সচিবও এদিন মুখ্যমন্ত্রীর রোষানলে পড়েছেন বলে খবর।

সূত্রের খবর, এদিন নবান্নে একটি প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে বিভিন্ন জেলার জেলাশাসকরা যেমন উপস্থিত হয়েছিলেন, ঠিক তেমনই বিভিন্ন দপ্তরের মন্ত্রী এবং সচিবরাও উপস্থিত ছিলেন। আর সেখানেই আলিপুরের একটি পরিকাঠামো নির্মাণ কেন্দ্র করে পূর্ত দপ্তরকে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভাকে না জানিয়ে কেন বিচার বিভাগ থেকে নির্দেশ আসার পরে আদালত সংক্রান্ত একটি নির্মাণ করা হচ্ছে, তা নিয়ে পূর্ত দপ্তরের কাছে জানতে চান তিনি। আর তারপরই এই বিষয় নিয়ে পূর্ত এবং আইন মন্ত্রী মলয় ঘটককে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে সমবায় দপ্তরের বিভিন্ন প্রকল্পে যেভাবে খরচ শুরু হয়েছে, তাতে যাতে লাগাম টানা যায়, সেই ব্যাপারেও এদিন সমবায় মন্ত্রী অরূপ রায়কে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পর্যবেক্ষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের একাধিক প্রকল্পের খরচ সামাল দিতে রীতিমত হিমশিম খাচ্ছে রাজ্য। একদিকে আর্থিক ঋণের বোঝা এবং তার মধ্যে করোনা সহ একাধিক দুর্যোগ মোকাবিলা করতে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে। তাই এই পরিস্থিতিতে মানুষের কাজ করার পাশাপাশি সেই কাজের যাতে খরচে লাগাম টানা যায়, তার জন্যই মুখ্যমন্ত্রীর এদিনের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ।

একাংশের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সরকারের মন্ত্রী এবং দপ্তরগুলোকে এক্ষেত্রে সচেতন করে দিতে চাইলেন। তিনি বুঝিয়ে দিলেন যেহ এভাবে খরচ করতে শুরু করলে কোনোভাবেই পরিস্থিতি আয়ত্তে আনা যাবে না‌। তাই সরকারের যখন আর্থিক বোঝা রয়েছে, তখন বুঝেশুনেই যে খরচ করতে হবে, তা তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকের মধ্যে দিয়েই তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!