এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার ধমকের পরেই ব্যর্থতা স্বীকার, “ভুল হয়েছে” মেনে নিলেন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ হেভিওয়েট!

মমতার ধমকের পরেই ব্যর্থতা স্বীকার, “ভুল হয়েছে” মেনে নিলেন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ হেভিওয়েট!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকালই নবান্নের সভাগৃহে একাধিক পৌরসভাকে তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে হাওড়া থেকে শুরু করে বিধাননগর পৌরসভার ভূমিকা নিয়ে উস্মা প্রকাশ করেন তিনি। আর এই পরিস্থিতিতে আজ ব্যর্থতার দায় স্বীকার করে নিলেন সেই বিধাননগর পৌরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে কৃষ্ণা চক্রবর্তীকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “আমার ভুল হয়েছে, মাথা পেতে নিচ্ছি। মুখ্যমন্ত্রী ধমক দিলে সেটা আমাদের সকলের কাছেই আশীর্বাদ। অনেক জায়গায় আবর্জনা পড়েছিল, এটা আমার লজ্জা। কাজ শুরু হয়ে গিয়েছে। তবে ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়।”

আর এখানেই অনেকে বলছেন, মুখ্যমন্ত্রী ধমক দিলেন, তারপরে কাজ শুরু হবে কেন? কেন আগে থেকে মেয়র থেকে শুরু করে চেয়ারম্যানরা নিজেদের এলাকার উন্নয়নের কাজ খতিয়ে দেখবেন না? তাহলে তাদেরকে জনপ্রতিনিধি করে কি লাভ! আজকে মুখ্যমন্ত্রী ধমক দিয়েছেন বলে তারা সক্রিয় হয়েছেন। কিন্তু দুদিন পরে যখন মুখ্যমন্ত্রী আবার এই দিকে নজর দেবেন না, তখন কি এই এলাকা আবার যে অবস্থায় ছিল, সেই অবস্থায় ফিরে যাবে? সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের‌।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!