এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতার এই ঘোষণার জন্য অতিরিক্ত টাকা কোথা থেকে আসবে? ঘুম ছুটেছে নবান্নের আধিকারিকদের

মমতার এই ঘোষণার জন্য অতিরিক্ত টাকা কোথা থেকে আসবে? ঘুম ছুটেছে নবান্নের আধিকারিকদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, আগামী নভেম্বর পর্যন্ত দেশবাসীকে বিনামূল্যে রেশন দেওয়া হবে। ঠিক তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, 2021 সালের জুন মাস পর্যন্ত পশ্চিমবঙ্গবাসীকে বিনামূল্যে রেশন দেওয়া হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর রাজ্যবাসীকে এক বছরের জন্য বিনামূল্যে রেশন দেওয়ার প্রতিশ্রুতি ঘিরে এই মুহূর্তে চূড়ান্ত অস্বস্তিতে নবান্নের আধিকারিকরা বলে জানা গেছে। প্রশ্ন উঠেছে টাকার যোগান নিয়ে।

লকডাউনের কারণে এমনিতেই রাজ্যের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। তার মধ্যে নতুন করে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে এক বছরের জন্য বিনামূল্যে রেশনের কথা বললেন, সেই রেশন যোগাতে গিয়ে অতিরিক্ত টাকা কোথা থেকে আসবে তা নিয়ে এবার শুরু হয়েছে দুঃশ্চিন্তা। নবান্নের আধিকারিকদের কথায়, এই ঘোষণার ফলে রাজ্যের ঘাড়ে নতুন করে প্রায় চার হাজার কোটি টাকার আর্থিক বোঝা চাপতে চলেছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, বর্তমানে রেশন দিতে তেরশো কোটি টাকার সাথে আরোও সাড়ে চারশো কোটি টাকার বোঝা বেড়েছে।

সব মিলিয়ে ছ’মাসের জন্য খরচ হবে অতিরিক্ত 2700 কোটি টাকা। এখন তো রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বিনামূল্যে আরো ন মাস রাজ্যবাসীকে রেশন দেওয়া হবে। আর সেক্ষেত্রে আরও চার হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হবে বলে মনে করা হচ্ছে। এ প্রসঙ্গে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন, বর্তমানে প্রায় 10 কোটি মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছে। সেপ্টেম্বরের পরে যদিও এই সংখ্যা কিছুটা হলেও কমতে পারে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে অনেকেই আছেন, যারা রেশন তোলেন না। সেক্ষেত্রে কিছুটা হলেও খরচ কমতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে গত মার্চ থেকেই লকডাউন শুরু হয়েছে দেশজুড়ে। আর তখন থেকেই বিনামূল্যে রেশন দিয়ে যাচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার। সেক্ষেত্রেও মাথাপিছু প্রতি মাসে 5 কেজি করে চাল পাওয়া যাচ্ছে। তবে প্রধানমন্ত্রীর ঘোষণার পর যেভাবে তড়িঘড়ি মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর জন্য বিনামূল্যে রেশনের ঘোষণা করলেন, তাতে বিশেষজ্ঞরা মনে করছেন শুধুমাত্র রাজনৈতিক প্রতিযোগিতায় টিকে থাকতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে বিজেপি শিবির জানিয়েছে, বিনামূল্যে রেশন দেওয়ার কথা প্রাথমিকভাবে কেন্দ্রের তরফ থেকেই ঘোষণা করা হয়েছিল। সম্প্রতি সাধারণ মানুষের কথা ভেবে প্রধানমন্ত্রী তার মেয়াদ কিছুটা বাড়িয়ে দেয়। অন্যদিকে রেশন ও ত্রাণ দুর্নীতির অভিযোগ তুলে প্রায় প্রতিদিনই পথে নামছে বিরোধীরা। সেই মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এক বছর বিনামূল্যে রেশনের ঘোষণার প্রচারকে আগামী দিনে রাজনৈতিক মঞ্চে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে শাসকদল তৃণমূল বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!