এখন পড়ছেন
হোম > রাজ্য > মমতার ঘোষণা মতোই শুরু জগন্নাথ মন্দিরের কাজ , খুশির হাওয়া রাজ্যে !

মমতার ঘোষণা মতোই শুরু জগন্নাথ মন্দিরের কাজ , খুশির হাওয়া রাজ্যে !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বেশ কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, পুরীর আদলে দীঘায় জগন্নাথ মন্দির করা হবে। এমনকি সরকারের পক্ষ থেকেই এই ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। অবশেষে সেই মন্দিরের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান সম্পন্ন হল। যাকে কেন্দ্র করে খুশির হাওয়া তৈরি হয়েছে রাজ্য জুড়ে।

সূত্রের খবর, মঙ্গলবার দীঘায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি। এছাড়াও প্রশাসনিক কর্তা ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ইতিমধ্যেই এই জগন্নাথ মন্দিরের কাজের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাই আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে দ্রুত এই মন্দিরের কাজ শুরু করে দিতে চাইছে রাজ্য প্রশাসন।

এদিন এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী অখিল গিরি বলেন, “মুখ্যমন্ত্রীর দীঘা আসার কথা রয়েছে। তিনি বেশকিছু প্রকল্পের উদ্বোধন করবেন। সেইসঙ্গে জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শন করবেন। পুরীর আদলে এই মন্দির তৈরি করা হবে।” সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!