এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতার জন্যই বাংলার কৃষকরা কেন্দ্রের দেওয়া ১২ হাজার টাকা থেকে বঞ্চিত হলেন! বিস্ফোরক রাজ্যপাল

মমতার জন্যই বাংলার কৃষকরা কেন্দ্রের দেওয়া ১২ হাজার টাকা থেকে বঞ্চিত হলেন! বিস্ফোরক রাজ্যপাল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একদিকে যখন কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে জমে উঠেছে সরকার বনাম বিরোধীদের লড়াই, কৃষকদের অসহায়তার সুযোগ নিয়ে দেশের প্রধানমন্ত্রী হিটলারি রাজ্য চালাচ্ছে বলে তোপ দেগেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই বাংলার রাজ্যপাল পাল্টা তোপ লাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রশাসনের বিরুদ্ধে। কেন্দ্র ও রাজ্যের প্রকল্পগুলির মধ্যে বরাবরই দ্বন্দ্ব চলে। তবে সেই দ্বন্দ্বের কারণে বাংলার কৃষকদের হারাতে হলো 12,000 টাকা বলে দাবি করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর।

আর সেই সূত্রেই তিনি রাজ্য প্রশাসনকে পুরোপুরি দোষারোপ করেছেন এদিন। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনটি টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকর। আর সেখানেই তিনি মন্তব্য করেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে বাংলার কৃষকরা অংশগ্রহণ করতে পারেননি। আর সেকারণেই পশ্চিমবঙ্গের 70 লক্ষ কৃষক 8 হাজার 400 কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছে। আর এর জন্য রাজ্যপাল সম্পূর্ণরূপে রাজ্যের মমতা সরকারকে দায়ী করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যপাল দাবি করেছেন, কেন্দ্রীয় প্রকল্পের হাত ধরে রাজ্যের প্রত্যেক কৃষক ব্যাংক অ্যাকাউন্টে 12000 টাকা পেতেন। সেই সুবিধা কেড়ে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যপালের দাবি, পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের সমস্ত রাজ্যের কৃষকরা প্রধানমন্ত্রী কিসাণ নিধি প্রকল্পের দ্বারা চূড়ান্ত উপকৃত হয়েছেন। অবশেষে রাজ্যপাল কিছুটা স্বর পাল্টে বলেন, কৃষকদের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে পদক্ষেপ নেবেন বলে তিনি আশাবাদী। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকরের মধ্যে বরাবর দেখা গেছে, কোন না কোন বিষয় নিয়ে সংঘাত লেগেছে।

তবে এখনো পর্যন্ত রাজ্যপালের মন্তব্যের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে পাল্টা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে, রাজ্যপাল জগদীপ ধনকর যেভাবে রাজ্যের তৃণমূল সরকারকে ক্রমাগত বিভিন্ন বিষয় নিয়ে কোণঠাসা করতে উদ্যত হন, তা যথেষ্ট অস্বস্তিকর শাসকদলের পক্ষে। তবে 2021 এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে রাজ্য প্রশাসনের নতুন কোনো বিতর্ক সৃষ্টি হলে, তা আবশ্যিকভাবে ছাপ ফেলবেই আগামী নির্বাচনে সেকথা এক বাক্যে স্বীকার করে নিচ্ছে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!