এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতার খাসতালুকে রাজ্যপাল, হঠাৎ কি হল! জেনে নিন!

মমতার খাসতালুকে রাজ্যপাল, হঠাৎ কি হল! জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক তথা বাসভবন কালীঘাটে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। তবে মুখ্যমন্ত্রী বাসভবনে নয়, বরঞ্চ রাজ্যের সকল মানুষের শান্তি কামনা করে কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দিলেন তিনি। বস্তুত, হাতে আর কয়েক মাস বাকি। তারপরেই রাজ্যের বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করেছে।

আর সেই অশান্তির খবর নজরে আসার সাথে সাথেই রাজ্যের পুলিশ প্রশাসনকে আরও বেশি করে দায়িত্ববান হওয়ার পরামর্শ দিতে দেখা যাচ্ছে রাজ্যের সাংবিধানিক প্রধানকে। প্রতিনিয়ত রাজ্যের আইনশৃঙ্খলা সহ নানা বিষয় নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বিবাদ তৈরি হয়েছিল রাজভবনের। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় রাজ্যপালের উপস্থিতি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল রাজনৈতিক মহলের কাছে।

জানা গেছে, এদিন কালীঘাটের সকলের সুস্থতা কামনা করে পুজো দেয় সস্ত্রীক রাজ্যপাল। যেখানে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জগদীপ ধনকর বলেন, “হিংসার পরিবেশ শেষ হোক। সৌহার্দ্য বজায় থাকুক।” স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতিতে রাজ্যপালের এই ধরনের মন্তব্য যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। কেননা প্রায় প্রতিনিয়ত বিরোধী দলগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, রাজ্যে সন্ত্রাস চালাচ্ছে শাসক বাহিনী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি রাজ্য প্রশাসনের বিভিন্ন আচরণ নিয়ে প্রশ্ন তুলতে দেখা যাচ্ছে রাজভবনকেও। যার ফলে রাজভবন বনাম নবান্নের সংঘাত চরম আকার ধারণ করতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে কালীঘাটে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন, তার অদূরেই মায়ের মন্দিরে পুজো দিয়ে শান্তি প্রার্থনা করতে দেখা গেল রাজ্যের সাংবিধানিক প্রধানকে।

একাংশের মতে, রাজ্যপাল কালীঘাটে পুজো দিয়ে শান্তি প্রার্থনা করে রাজ্যের শান্তি যে বিঘ্নিত, তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন। যার ফলে অতীতের মত রাজ্যপালের এই পদক্ষেপ নিয়ে শাসক শিবিরের পক্ষ থেকে কটাক্ষ করা হতে পারে বলে মনে করছেন একাংশ। যদিও বা এর মধ্যে অন্য কোনো বিষয় দেখতে নারাজ বিশেষজ্ঞরা।

তাদের দাবি, রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যের মানুষের সুখ, শান্তি কামনা করে পুজো দিয়েছেন, এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। এর সঙ্গে রাজনৈতিক তরজা বা অন্য কোনো অংক গোলানো বৃথা। তবে রাজ্যের সাংবিধানিক প্রধানের সস্ত্রীক কালীঘাটে উপস্থিতি এবং মায়ের কাছে প্রার্থনা বর্তমান সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!