এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার “খেলা হবে”-এর অর্থ কি? একাধিক উদাহরণ সামনে আনলেন শুভেন্দু!

মমতার “খেলা হবে”-এর অর্থ কি? একাধিক উদাহরণ সামনে আনলেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যজুড়ে আজ পালিত হচ্ছে খেলা হবে দিবস। 2021 এর বিধানসভা নির্বাচনে এই স্লোগানকে সামনে রেখে ভোট বৈতরণী পার করেছিল তৃণমূল কংগ্রেস। আর তারপর থেকেই সরকারিভাবে এই স্লোগানকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর রাজ্য জুড়ে যখন খেলা হবের প্রস্তুতি নিতে শুরু করেছে শাসক দল, ঠিক তখনই সেই খেলা হবে দিবসকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে খেলা হবেই মানে সন্ত্রাস এবং সাধারণ মানুষকে ভয় দেখানো বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন চুঁচুড়াতে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “খেলা হবে মানেই তেরঙ্গা যাত্রাকে আটকে দেওয়া। খেলা হবে মানেই রাজ্যের মানুষকে শরণার্থী হিসেবে আসামে গিয়ে আশ্রয় নেওয়া, খেলা হবে মানেই মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থীকে খুন করা। এই হচ্ছে মুখ্যমন্ত্রীর খেলা হবে।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে সরাসরি “খেলা হবে”-এর অর্থ যে সন্ত্রাস করা, তা স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!