এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতার ক্ষমতাই নেই, বড় ইস্যুতে চ্যালেঞ্জ করলেন অর্জুন সিং! দিশেহারা তৃণমূল!

মমতার ক্ষমতাই নেই, বড় ইস্যুতে চ্যালেঞ্জ করলেন অর্জুন সিং! দিশেহারা তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এখনও পর্যন্ত প্রত্যেকটি সভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভুল বোঝাচ্ছেন সিএএ নিয়ে‌। তিনি নাকি এই আইন মানবেন না, এমনটা কথাও বলছেন। কিন্তু তিনি না মানলেও কারওর যে কিছু যায় আসে না, এমনকি এই আইনকে অমান্য করার ক্ষমতা যে কারওর নেই, তা পাল্টা সেই মমতা ব্যানার্জির বক্তব্যকে চ্যালেঞ্জ করে জানিয়ে দিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিংহ।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে অর্জুন সিংহকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “ওনার কি ক্ষমতা আছে যে, এই আইন মানবেন না! দেশে মোদীজি বলে দিয়েছেন, এই আইন সকলকেই মানতে হবে। কার কি ক্ষমতা আছে যে, এই আইন মানবে না! আর একবার যখন দেশে আইন পাস হয়ে যায়, তখন কারও কোনো ক্ষমতা থাকে না।”

অর্থাৎ সিএএ নিয়ে মুখ্যমন্ত্রী মানুষকে যা ইচ্ছে তাই বোঝানোর চেষ্টা করলেও, তাকে ডোন্ট কেয়ার মনোভাব দেখিয়ে পাত্তাই দিলেন না বিজেপি নেতা অর্জুন সিংহ। যার ফলে কার্যত দিশেহারা তৃণমূল কংগ্রেস বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!