এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার কথাতেই সীলমোহর, বিজেপির রিপোর্টে এ কোন ইঙ্গিত!

মমতার কথাতেই সীলমোহর, বিজেপির রিপোর্টে এ কোন ইঙ্গিত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রামপুরহাটের ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করা হয়েছিল। তারা গোটা এলাকা পরিদর্শন করে সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতির কাছে একটি রিপোর্ট তুলে দিয়েছে। আর সেই রিপোর্ট নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি আশঙ্কা করেছেন যে, এই রিপোর্টে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের নাম রয়েছে।

আর সেই রিপোর্টকে হাতিয়ার করেই সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে পারে, এই আশঙ্কার কথা উল্লেখ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে তৃণমূল নেত্রীর সেই কথাতেই কি সীলমোহর পড়তে চলেছে! ইতিমধ্যেই গোটা বিষয়টিকে কেন্দ্র করে জল্পনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে। সূত্রের খবর, ইতিমধ্যেই একটি গোপন তথ্য ফাঁস হয়েছে। যেখানে জানতে পারা যাচ্ছে যে, বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল সর্বভারতীয় সভাপতির কাছে যে রিপোর্ট পেশ করেছে, সেখানে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের নাম রয়েছে।

আর তার পরিপ্রেক্ষিতেই একাংশ বলছেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সঠিক খবর ছিল। আর সেই কারণেই আগেভাগেই তিনি সেই বিষয়টি তুলে ধরে আশঙ্কা ব্যক্ত করেছেন। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথামতোই এবার গ্রেফতার হতে চলেছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল! ইতিমধ্যেই এই বিষয়টিকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরমহলে শুরু হয়েছে গুঞ্জন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!