এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  “মমতার মানসিকতা প্রমাণিত” এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে গাড্ডায় ফেললেন শুভেন্দু !

 “মমতার মানসিকতা প্রমাণিত” এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে গাড্ডায় ফেললেন শুভেন্দু !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সবকিছু ঠিকঠাক থাকলে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন আদিবাসী সম্প্রদায়ের দ্রৌপদী মুর্মু। তবে এই পরিস্থিতিতে বিরোধীরা যখন যশবন্ত সিনহাকে প্রার্থী করে লড়াই করার চিন্তা ভাবনা করছে, ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

যেখানে গত 8 তারিখে আলিপুরদুয়ারের একটি সভায় আদিবাসীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নৃত্য নিয়ে একটি দৃশ্য সামনে আনলেন তিনি‌। যেখানে দেখা যাচ্ছে যে, দুই আদিবাসী মহিলার হাত ধরেছেন মুখ্যমন্ত্রী। আর তাদের হাতে গ্লাভস রয়েছে। আর সেই বিষয়কে হাতিয়ার করেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “প্রান্তিক আদিবাসী জনজাতির মহিলাকে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার সুযোগ দিয়েছেন। সেখানে আমাদের মুখ্যমন্ত্রী আপনারা দেখবেন, ছবিটাতে ডানদিকে এবং বাঁদিকে যে দুটো হাত ধরেছিলেন আদিবাসী মহিলাদের, তাদের হাতে গ্লাভস ছিল। আজ অস্পৃশ্যতার দিন শেষ হয়ে গিয়েছে। আমরা সবাই ভারতীয়। সেই জায়গায় দাঁড়িয়ে একটা মুখ্যমন্ত্রীর মানসিকতা, তার রুচিবোধ আজকে প্রমাণ হয়ে গিয়েছে। সবার হাতে যদি গ্লাভস থাকতো, আমি কিছু বলতাম না। শুধুমাত্র ওই দুটি মহিলার হাতে লাগানো ছিল যাতে তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হাতের ছোঁয়া না পান।”

স্বভাবতই রীতিমতো এই বক্তব্যের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর অস্বস্তি বাড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!