এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “মমতার মধ্যে ভগিনী নিবেদিতার ছায়া দেখতে পাই” ফের বিতর্কে তৃণমূল বিধায়ক!

“মমতার মধ্যে ভগিনী নিবেদিতার ছায়া দেখতে পাই” ফের বিতর্কে তৃণমূল বিধায়ক!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রথমে নির্মল মাঝি, তারপর বিশ্বজিৎ দাস। আর তারপরে আবার বিশ্বজিৎ দাস। নেত্রীকে খুশি করতে গিয়ে একের পর এক মহান ব্যক্তিদের উদাহরণ টেনে ধরছেন তৃণমূলের একের পর এক নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। কেউ বলছেন, মা সারদা মমতা বন্দ্যোপাধ্যায়। আবার কেউবা বলছেন, তিনিই নাকি রানী রাসমণি প্রতিচ্ছবি। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভগিনী নিবেদিতার তুলনা টানলেন বাগদার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস।

সূত্রের খবর, এদিন একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার একটি কর্মসূচিতে উপস্থিত হন বাগদার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে ভগিনী নিবেদিতার প্রসঙ্গ তুলে ধরেন তিনি। যেখানে এই তৃণমূল বিধায়ক বলেন, “বর্তমানে এমন একজন নেত্রী মানুষের জন্য কাজ করছেন, তার কোনো তুলনা হয় না। আমি তার মধ্যে ভগিনী নিবেদিতার ছায়া দেখতে পাই।” স্বভাবতই বিধায়কের এই বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!