এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার মন্ত্রীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন, দলের অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক তাপস রায়!

মমতার মন্ত্রীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন, দলের অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক তাপস রায়!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি এসএসকেএম নিয়ে মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন মদন মিত্র। আর এবার সেই তালিকায় যুক্ত হয়ে দলের প্রবল বিড়ম্বনা বাড়িয়ে দিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। যেখানে একটি সভায় নিজের মন্ত্রিসভায় জায়গা না হওয়া নিয়ে কিছুটা অভিমানের শোনা গেল এই তৃণমূল বিধায়কের গলায়। শুধু তাই নয়, যারা মন্ত্রী হয়েছে, তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্দিনের এই সৈনিক। আর তাপস রায়ের মতো তৃণমূল বিধায়কের এই মন্তব্যের রীতিমত টালমাটাল ঘাসফুল শিবির।

প্রসঙ্গত, এদিন একটি সভায় বক্তব্য রাখেন তৃণমূল বিধায়ক তাপস রায়। যেখানে তিনি বলেন, “মন্ত্রিসভায় আমার জায়গা হয়নি। কিন্তু যারা মন্ত্রী হয়েছে, তারা অনেকেই আমার যোগ্যতার ধারে কাছে নেই। সংগঠনে ভারসাম্য থাকা প্রয়োজন। তা না হলে প্রবল বিপদ।” বিশেষজ্ঞদের প্রশ্ন, তৃণমূলে কি ধীরে ধীরে প্রবীণ এবং পুরাতন মানুষরা বিক্ষুব্ধ হতে শুরু করেছেন! সম্প্রতি মদন মিত্রের মন্তব্য এবং তারপরেই তাপস রায়ের এই ধরনের বক্তব্য রীতিমত চাপে ফেলে দিচ্ছে শাসক শিবিরকে।

অনেকে আবার এটাও বলছেন, মদন মিত্র, তাপস রায়রা তো সত্যি সত্যিই দলের পুরাতন দিনের সৈনিক। কিন্তু তাদের মতো পুরাতন এবং বিচক্ষণ রাজনীতিবিদদের ক্ষমতায় এসে ভুলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইপোকে দলের সর্বোচ্চ শীর্ষস্তরে পৌঁছে দিতে, তার পছন্দের লোকদের সব জায়গায় বসাতে বাধ্য হচ্ছেন তৃণমূল নেত্রী। আর সেই কারণেই পুরাতন দিনের তৃণমূল নেতা নেত্রীরা বিক্ষুব্ধ হতে শুরু করেছেন। আর এই ক্ষোভ, বিক্ষোভের পালা যত সময় যাবে, তত বৃদ্ধি পাবে বলেই দাবি করছে বিরোধীরা। তবে মদন মিত্রের মন্তব্য রেশ কাটতে না কাটতেই তাপস রায়ের মন্তব্য কিভাবে সামাল দেয় তৃণমূল কংগ্রেস, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!