এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার নির্দেশ অমান্য প্রাক্তন মন্ত্রীর, বিপাকে আমজনতা! জোর সমালোচনা!

মমতার নির্দেশ অমান্য প্রাক্তন মন্ত্রীর, বিপাকে আমজনতা! জোর সমালোচনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট– বর্তমানে গোটা রাজ্যজুড়ে করোনার জন্য একাধিক বিধিনিষেধ লাগু করা হয়েছে। সমস্ত রকম জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। কিন্তু তারপরেও প্রশাসনের সেই নির্দেশ অমান্য করতে দেখা গেল কুচবিহার তুফানগঞ্জের বলরামপুর উচ্চ বিদ্যালয়কে। যেখানে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। করোনা যখন ভয়াবহ আকার ধারণ করেছে, তখন প্রাক্তন মন্ত্রী এই ধরনের জমায়েত থাকা অনুষ্ঠানে কেন অংশগ্রহণ করলেন, তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের কারণে এমনিতেই স্কুল-কলেজ বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। কিন্তু তারপরেও বলরামপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দাবি জানাতে শুরু করেছিল যে, তাদের সুবর্ণ জয়ন্তী উৎসব যেন পালন করতে দেওয়া হয়। পরবর্তীতে বিদ্যালয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে 50 জন মিলে এই উৎসব পালন করা হবে কিন্তু সেখানে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায় আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

স্বাভাবিকভাবেই হেভিওয়েট এই তৃনমূল নেতার বিরুদ্ধে এখন নিয়ম লঙ্ঘন করার অভিযোগ উঠতে শুরু করেছে। যার জেরে ব্যাপক চাপে পড়ে গিয়েছে রাজ্য প্রশাসন এবং রাজ্যের শাসক দল বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!