এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  “মমতার নোংরা রাজনীতি” রাজ্যপালের মানহানির মামলা নিয়ে একি বললেন সুকান্ত?

 “মমতার নোংরা রাজনীতি” রাজ্যপালের মানহানির মামলা নিয়ে একি বললেন সুকান্ত?


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সম্প্রতি এই রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করেছেন, তা সব সীমাকে ছাড়িয়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে মানহানি মামলা করার কথা বলেছেন রাজ্যপাল। যাকে কেন্দ্র করে এমনিতেই উত্তাল রাজ্য রাজনীতি। আর তার মাঝেই এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নোংরা রাজনীতির অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে সুকান্তবাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী নোংরা রাজনীতি করছেন। তিনি বরাবর নোংরা রাজনীতি করে এসেছেন। রাজ্যপালের মত ব্যক্তিত্বের চরিত্র হননের চেষ্টা করেছেন। তাই রাজ্যপাল মানহানির মামলা করব বলেছেন। আমার মনে হয়, এই মানহানির মামলা করা উচিত।”

অর্থাৎ এমনিতেই তো রাজ্যপালের হুঁশিয়ারির ফলে চাপের মুখে ছিল তৃণমূল কংগ্রেস। আর তার মধ্যে এবার ঘৃতাহুতি দিয়ে তৃণমূলের অস্বস্তি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাকে আরও দ্বিগুণ করে বাড়িয়ে দিলেন সুকান্ত মজুমদার। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!