এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার নতুন নাম দিলেন শুভেন্দু! জেনে নিন

মমতার নতুন নাম দিলেন শুভেন্দু! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এককালে তৃণমূল নেত্রীকে জননেত্রী হিসেবে প্রতিটা সভা থেকে সম্বোধন করতেন শুভেন্দু অধিকারী। কিন্তু রাজনীতি সদা পরিবর্তনশীল। আজ যিনি বিরোধী দলে আছেন, কাল তিনি যে শাসক দলে নাম লেখাবেন না, এমনটা নিশ্চিত করে কেউ কোনোকালেই বলতে পারবেন না। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করার পর সেই প্রবণতা আরও বাস্তব হয়ে দেখা দিতে শুরু করেছে রাজ্যজুড়ে। তৃণমূলে থাকার সময় যখন তিনি তাঁর দলকে মানুষের জন্য নিবেদিত বলে দাবি করতেন সেই শুভেন্দু অধিকারী।

বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূলকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে কটাক্ষ করেছেন। দেড়জন মিলে একটা দল এবং সরকার চালাচ্ছে বলে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন তিনি। আর এবার কেশপুরের মাটি থেকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন তকমায় ভূষিত করলেন শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, এদিন কেশপুরে বিজেপির পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়েছিল। আর সেখানে উপস্থিত হয়ে নানা বিষয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে “পরিযায়ী পাখি” বলে মন্তব্য করতে দেখা যায় তাকে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী বলেন, “বিগত 10 বছরে একবারও কেশপুরের কথা মনে পড়েনি মুখ্যমন্ত্রীর। যে আশা নিয়ে মানুষ পরিবর্তন এনেছিল, তা কি পূর্ণ হয়েছে! কেশপুরে আপনারা মুখ্যমন্ত্রীকে দেখেছেন! একমাত্র ভোট এলেই তার কেশপুরের কথা মনে পড়ে। তৃণমূল নেত্রী আসলে পরিযায়ী পাখি।”

বিশ্লেষকরা বলছেন, শুভেন্দু অধিকারী এই মন্তব্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যাপকভাবে চাপে ফেলে দিলেন। এতদিন বিরোধীরা ভোট আসলেই তৃণমূল সরকারের সকলকে মনে পড়ে বলে দাবি করতে শুরু করেছিলেন। কিন্তু এবার সদ্য তৃণমূল ত্যাগী এই নেতার গলাতেও সেই একই কথা ফুটে ওঠায় তৃণমূল কংগ্রেস যে যথেষ্ট বিড়ম্বনার মুখে পড়বে, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের অনেকে বলছেন, যত সময় যাচ্ছে, ততই রাজনৈতিক তরজা বাড়তে শুরু করেছে। কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর দল ছাড়ার সাথে সাথেই প্রাক্তন দলকে কড়া ভাষায় আক্রমণ করছেন তিনি। তবে এবার সরাসরি তৃণমূল নেত্রীকে যেভাবে “পরিযায়ী পাখি” বলে আক্রমণ করলেন শুভেন্দুবাবু। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ।

এতদিন নিজের প্রাক্তন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন জনসভা থেকে মানুষের জন্য নিবেদিতপ্রাণ বলে মন্তব্য করতে দেখা যেত তাকে। কিন্তু এবার তিনি জার্সি বদলে নিয়েছেন। যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। এখন তার একটাই লক্ষ্য রাজ্যে পরিবর্তন আনা এবং তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করা।

আর সেই লক্ষ্য পালন করতে গিয়ে এতদিন ঘর করা মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষের পাশে থাকতে দেখা যায়নি বলে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে “পরিযায়ী পাখি” বলে ভোটের জন্য তিনি সমস্ত কিছু করছেন এমনটাই বোঝাতে চাইলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে কেন্দ্র করে এবার শোরগোল সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!