এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার অনুপ্রেরণায় ভোটের আগে মাস্টারস্ট্রোক দিতে চলেছেন পার্থ? বড়সড় অ্যাডভান্টেজ তৃণমূলের?

মমতার অনুপ্রেরণায় ভোটের আগে মাস্টারস্ট্রোক দিতে চলেছেন পার্থ? বড়সড় অ্যাডভান্টেজ তৃণমূলের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত 10 বছরে রাজ্যে বেকারদের বিন্দুমাত্র কর্মসংস্থান হয়নি বলে অভিযোগ করতে দেখা যাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোকে। এককালে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি বিজেপিতে যোগদান করার পরেই সেই বেকারত্ব ইস্যুতে মঙ্গলবার কেতুগ্রামের সভা থেকে নিজের প্রাক্তন দলকে কটাক্ষ করেছেন। স্বাভাবিক ভাবেই নিজের দল থেকে বেরিয়ে যাওয়া নেতা থেকে শুরু করে বিরোধী দলের নেতারা বেকারত্ব ইস্যুতে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করানোয় অনেকটাই অস্বস্তিতে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাই 2021 এর নির্বাচনের বৈতরণী পার হতে যাতে এই বেকারত্ব ইস্যু পথের কাঁটা হয়ে না দাঁড়ায়, তার জন্য এবার পদক্ষেপ গ্রহণ করল শাসক দল। সূত্রের খবর, মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আগামী বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের পুলিশ নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে এই সরকারের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। স্বাভাবিকভাবেই পুলিশে নিয়োগের এই কথা সরকারের মন্ত্রী মুখ থেকে শুনতে পাওয়া এখন খুশির হাওয়া তৈরি হয়েছে বেকার যুবক-যুবতীদের মধ্যে।

জানা গেছে, এদিন মন্ত্রীসভার বৈঠকের পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে ওই নিয়োগ হবে। কনস্টেবল পদে 9 হাজার 282 এবং সাব ইন্সপেক্টর 1 হাজার 80 জনকে নিয়োগ হবে। সব মিলিয়ে 10 হাজার 370 জন। আগামী কয়েক মাসের মধ্যেই এই নিয়োগের সম্পন্ন হবে।” জানা গেছে, পশ্চিমবঙ্গ পুলিশে ১১ টি নতুন পুলিশ মহকুমা এবং ৩ টি নতুন সার্কেল তৈরির সিদ্ধান্ত হয়েছে।

শুধু তাই নয়, সুন্দরবন জেলা পুলিশের অধীনে পাথরপ্রতিমা, নামখানা এবং সাগরকে নতুন পুলিশ সার্কেল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বভাবতই সরকারের এই ঘোষণা এখন ব্যাপক স্বস্তিতে রেখেছে বেকার যুবকদের। একাংশ বলছেন, গত লোকসভা নির্বাচনের পর থেকেই বিরোধীরা শক্তিশালী হতে শুরু করেছে। যেখানে সরকার অনেকটাই চাপে পড়েছে। তাই এই পরিস্থিতিতে পুলিশে নিয়োগের কথা ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, যত দিন যাচ্ছে, ততই পরিস্থিতি ঘোরালো হয়ে উঠতে শুরু করেছে। তাই এই অবস্থায় বেকার যুবকদের স্বার্থকে সুরক্ষিত রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করে বিরোধীদের কুপোকাত করার চেষ্টা হলো বলেই মনে করছেন একাংশ। যার ফলে গোটা পরিস্থিতিতে রাজ্য সরকার বেকার যুবকদের স্বার্থ সুরক্ষিত রাখবে বলে আগামী দিনে বিধানসভা নির্বাচনে বেশি করে প্রচার করবে।

আর এর ফলে বিরোধীরা অনেকটাই চাপের মুখে পড়বে বলে দাবি করা হচ্ছে। স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের আগে সরকারের পক্ষ থেকে বেকার যুবক যুবতীদের জন্য এই নিয়োগের ঘোষণা তাদের ভোটব্যাংককে অনেকটাই সমৃদ্ধ করবে বলে আশা করছে শাসকদল ঘনিষ্ঠ মহল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!