এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > মমতার পথেই হাঁটতে চলেছে কংগ্রেস, নয়া সমীকরণে বাড়ছে জল্পনা!

মমতার পথেই হাঁটতে চলেছে কংগ্রেস, নয়া সমীকরণে বাড়ছে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  পশ্চিমবঙ্গে 2011 সালে ক্ষমতায় আসার পর থেকেই সরকারের রিপোর্ট কার্ড তৈরি করতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসকে। মন্ত্রীরা কেমন কাজ করছে, বিধায়করা কেমন কাজ করছে, তা নিয়ে তৈরি হয়েছে রিপোর্ট কার্ড। যা মানুষের সামনে এসেছে। বর্তমান পরিস্থিতিতে তৃতীয়বারের জন্য আবার পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস। বাংলার ক্ষমতা দখল করার পর তৃণমূল নেত্রী নিজের তৎপরতার মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, এবার তার টার্গেট দিল্লি দখল। আর সেই লক্ষ্য নিয়েই কংগ্রেস সহ অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন তিনি।

আর এই পরিস্থিতিতে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কিছুটা দূরত্ব থাকলেও, বিরোধী মহাজোট গঠনে তারা কাছাকাছি আসতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। আর সেই জল্পনার মাঝেই বাংলার তৃণমূল সরকারের পথেই হাঁটছে দেখা গেল রাজস্থানের কংগ্রেস সরকারকে। যেখানে বাংলার কায়দায় রিপোর্ট কার্ড তৈরি করার চিন্তাভাবনা শুরু করেছে রাজস্থান সরকার। যাকে কেন্দ্র করে নয়া গুঞ্জন শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, ইতিমধ্যেই রাজস্থানে কংগ্রেস সরকারের পক্ষ থেকে সাতটি প্রশ্ন তৈরি করা হয়েছে। যেখানে মন্ত্রীদের পারফরম্যান্স কেমন, প্রকল্পের কাজ কেমন, সাধারণ মানুষের পরামর্শ সহ একাধিক বিষয়ে জানতে চাওয়া হয়েছে। একাংশ বলছেন, রাজস্থানে কংগ্রেসের পরিস্থিতি খুব একটা ভালো নয়। দিনকে দিন গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হতে শুরু করেছে দল। তাই এই পরিস্থিতিতে সেই রিপোর্ট কার্ড তৈরি করে নিজেদের ভাবমূর্তি কতটা স্বচ্ছ রয়েছে, তা বোঝার চেষ্টা করছে কংগ্রেস নেতৃত্ব। আর সেই কারণেই বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কায়দাতেই তাদের এই রিপোর্ট কার্ড তৈরির কৌশল বলে মনে করা হচ্ছে।

পর্যবেক্ষকদের মতে, সাধারণ মানুষের কাজ না করলে যে জায়গা পাওয়া যাবে না, তা ক্ষমতায় আসার পর বারবার মন্ত্রীদের বুঝিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। তৈরি করা হয়েছে বিভিন্ন দপ্তরের রিপোর্ট কার্ড। যা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়েছে। অর্থাৎ তৃণমূল সরকারের পারফরম্যান্স কেমন, তা সরাসরি মানুষের কাছে তুলে ধরে জনতার সঙ্গে সরকারের যোগাযোগ রক্ষার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বর্তমান পরিস্থিতিতে রাজস্থানে যখন কিছুটা হলেও চাপে রয়েছে কংগ্রেস, তখন সেই বাংলার কায়দাতেই কৌশল প্রয়োগ করে রিপোর্ট কার্ড তৈরির চেষ্টা করে বাজিমাত করার পথে হাঁটতে দেখা গেল হাত শিবিরকে। সব মিলিয়ে তাদের এই কৌশল কতটা কাজে দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!