এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতার পথেরই পথিক মুকুল, ফের সর্বভারতীয় রাজনীতিতে গুরুত্ব! পদ-প্রাপ্তির জল্পনা!

মমতার পথেরই পথিক মুকুল, ফের সর্বভারতীয় রাজনীতিতে গুরুত্ব! পদ-প্রাপ্তির জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূল কংগ্রেসের প্রথম দিনকার সদস্য তিনি। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন মুকুল রায়। কিন্তু 2017 সালে তাদের সম্পর্কের অধঃপতন ঘটে। তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ভারতীয় জনতা পার্টিতে। যার ফলে অনেকটাই চাপে পড়ে যায় ঘাসফুল শিবির। তবে বেশিদিন বিজেপিতে দীর্ঘস্থায়ী হতে পারেননি তিনি। 2017 সাল থেকে 2021 সাল পর্যন্ত বিজেপিতে থেকে আবার 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যের ক্ষমতা দখল করার পরেই তৃণমূলে ফিরে আসেন সেই মুকুল রায়। স্বাভাবিকভাবেই একসময় দলের সর্বত্র দিক সামাল দেওয়া মুকুল রায় আবার ঘরে ফিরে আসার সাথে সাথেই কিছুটা হলেও উচ্ছ্বসিত হতে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মীরা।

তবে মুকুল রায় আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর তিনি কি আগেকার মতোই গুরুত্ব পাবেন, নাকি তার গুরুত্ব কমে যাবে, তা নিয়ে তৈরি হয়েছিল কৌতুহল। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিল্লি সফরে যাওয়ার সাথে সাথেই রাজধানীতে পা রাখতে দেখা গেল সেই মুকুল রায়কে। যার ফলে একাংশ বলছেন, সর্বভারতীয় রাজনীতিতে আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রধান ভরসা জায়গায় রয়েছেন মুকুল রায়। আর সেই কারণে তিনি দিল্লি পৌঁছে যাওয়ার সাথে সাথেই মুকুল রায়কেও রাজধানীতে দেখা গেল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার পরেই মুকুল রায়কে দিল্লির বিমান ধরতে দেখা যায়। আর তারপরেই গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করে। অনেকে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দলের সংগঠনকে এখন সর্বভারতীয় ক্ষেত্রে বিস্তারলাভ করবার জন্য চেষ্টা করছেন। আর সেই কারণেই মুকুল রায়কে কাজে লাগাতে চাইছেন তিনি। স্বাভাবিক ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পর মুকুল রায়ের এই সফর যে রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি ইতিমধ্যেই এই ব্যাপারে জল্পনা তৈরি হয়েছে, তাহলে আগামী দিনে মুকুল রায়কে সর্বভারতীয় ক্ষেত্রে আবার বড়সড় কোনো দায়িত্ব দিতে পারে তৃণমূল কংগ্রেস। আর সেই কারণেই এখন মমতা বন্দ্যোপাধ্যায় আগেকার মতই তাকে আবার নিজের সঙ্গী করে নিতে শুরু করেছেন।

এদিন দিল্লি পৌঁছে যাওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেই ব্যাপারে ব্যাখ্যা করতে দেখা গিয়েছে মুকুল রায়কে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে একসময় মুকুল রায়ের হাতে থাকা সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব গিয়েছে তরুণ তুর্কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৈরি করে দিতে মুকুল রায়ের উপর যে অত্যন্ত ভরসা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা বলাই যায়।

আর সেই কারণেই তাকে দিল্লী সফরে কাজে লাগিয়ে কোথায় কোন ফর্মুলা প্রয়োগ করলে দলের গ্রহণযোগ্যতা বাড়বে এবং কিভাবে সর্বভারতীয় রাজনীতিতে বিস্তার লাভ করতে হবে, তার কৌশল মুকুল রায়ের কাছ থেকেই শিখে নেওয়ার চেষ্টা বলেই দাবি একাংশের। সেদিক থেকে মুকুলবাবু যদি সর্বভারতীয় স্তরে তৃণমূলকে ভালো জায়গায় পৌঁছে দিতে সক্ষম হন, তাহলে আগামী দিনে অতীতের মতো আবারও তিনি যে শাসকদলের অনেকটাই গুরুত্বপূর্ণ জায়গায় বসতে সক্ষম হবেন, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!