এখন পড়ছেন
হোম > রাজনীতি > মমতার প্রকল্প রূপায়ণে প্রতি পঞ্চায়েতে ১০ জন করে সরকারি নিয়োগ? ভুয়ো ভাইরাল বিজ্ঞপ্তিতে জল্পনা

মমতার প্রকল্প রূপায়ণে প্রতি পঞ্চায়েতে ১০ জন করে সরকারি নিয়োগ? ভুয়ো ভাইরাল বিজ্ঞপ্তিতে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনী প্রচারে মহিলাদের মাসে মাসে 500 টাকা দেওয়া থেকে শুরু করে দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় বার ক্ষমতায় আসার পর তার সরকার যে প্রথমে এই কাজে হাত দেবে, তা নির্বাচনী প্রচারে তুলে ধরেছিলেন তিনি। যা ব্যাপক সমর্থন জুগিয়েছে তৃণমূল কংগ্রেসকে। ভোটবাক্সে তার সুফল পেয়েছে ঘাসফুল শিবির।

তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রী হওয়ার পরেই সেই দুয়ারে রেশন প্রকল্প যাতে শুরু করা যায়, তার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। কিন্তু দুয়ারে রেশন প্রকল্প শুরু করে তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা হলেও, এখন এই প্রকল্পকে কেন্দ্র করে নিয়োগের যে বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তা ভুয়ো বলে দাবি করা হচ্ছে। যা যথেষ্ট অস্বস্তিতে রেখেছে প্রশাসনকে।

বলা বাহুল্য, এই দুয়ারে রেশন প্রকল্পকে সকলেই সাধুবাদ জানিয়েছেন। কিন্তু যেভাবে গ্রামে গ্রামে দশ জনের একটি দল তৈরী হবে এবং অনেককে নিয়োগ করা হবে বলে সোশ্যাল মিডিয়ায় খবর পাওয়া যাচ্ছে, তা ভিত্তিহীন বলে সামনে আসায় রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষ সূত্র মারফত খবর, ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি সামনে এসেছে। যেখানে বলা হয়েছে, প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় দশজনের করে একটি দল তৈরি হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে ভিলেজ রিসোর্স পার্সনরা সেই দুয়ারে রেশন প্রকল্পের কাজ করবেন। আর এই কাজে যারা নিযুক্ত হবেন, তারা দিনে 386 টাকা পাবেন বলে জানা গেছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই বিজ্ঞপ্তি ছড়িয়ে দেওয়া হলেও, এর কোনো বাস্তবতা নেই বলেই দাবি করছে রাজ্য সরকার। কেননা দুয়ারে রেশন প্রকল্প চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়া হলেও, এইরকম নিয়োগ বিজ্ঞপ্তি রাজ্যের পক্ষ থেকে দেওয়া হয়নি বলেই খবর।

বিশ্লেষকরা বলছেন, ক্ষমতায় আসার পরই তৃণমূল সরকারের এই দুয়ারে রেশন প্রকল্প চালুর উদ্যোগ অনেকের মনেই খুশির বাতাবরণ তৈরি করেছিল। আর চাকরিপ্রার্থীদের অনেকে আরও খুশি হয়েছিলেন, যখন সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, এই প্রকল্প চালু করতে বেশকিছু নিয়োগ করা হবে। যার ফলে অনেকেই আশাবাদী হয়ে উঠেছিলেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তা ঘোরাফেরা করলেও, সেই বিজ্ঞপ্তি যে সম্পূর্ণরূপে ভুয়ো, তা স্পষ্ট হয়ে গেল। তবে চাকরিপ্রার্থীদের মনে আশা যুগিয়ে এইভাবে কে বা কারা এই বিজ্ঞপ্তি ছড়িয়ে দিচ্ছে, সেটাই এখন প্রশ্নের বিষয়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!