এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতার প্রতি বদলা নিতেই কি কালো পতাকা? ইঙ্গিতবাহী মন্তব্য বিজেপি নেতার!

মমতার প্রতি বদলা নিতেই কি কালো পতাকা? ইঙ্গিতবাহী মন্তব্য বিজেপি নেতার!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বর্তমানে উত্তরপ্রদেশের মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছে যাওয়া এবং তারপর কালো পতাকা দেখানো নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। অনেকেই বলতে শুরু করেছেন, সবটাই বিজেপির চক্রান্ত। তবে বিজেপির পক্ষ থেকে অবশ্য সেই সমস্ত বক্তব্যকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়ে একটি বিস্ফোরক টুইট করলেন দিলীপ ঘোষ।

যেখানে নিজের ট্যুইটের মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে, নিজের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত কাজ করে থাকেন। কিন্তু এখন তিনি অন্য রাজ্যে গিয়ে কালো পতাকা দেখেছেন। আর রেগে যাচ্ছেন। তবে এই ঘটনায় তার কি অভিজ্ঞতা রয়েছে, সেই বিষয়টি তুলে ধরে তৃণমূল নেত্রীকে চাপে ফেলে দেওয়ার চেষ্টা করলেন এই বিজেপি নেতা।

সূত্রের খবর, এদিন একটি টুইট করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। যেখানে তিনি লেখেন, “বেনারসে কালো পতাকা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী, রাজ্যপালকে কালো পতাকা দেখায় তৃণমূল। এবার মমতা নিজে দেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবার বুঝবেন, কালো পতাকা দেখালে কেমন লাগে!” বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিজেপি নেতার এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এক্ষেত্রে দিলীপ ঘোষের বক্তব্যের মধ্যে দিয়ে একটি বিষয় ফুটে উঠেছে যে, তাহলে কি উত্তরপ্রদেশ মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কালো পতাকা দেখানো হয়েছে, তার পেছনে কি বিজেপির ইন্ধন রয়েছে! সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!