এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতার পুরোহিত ভাতায় ঘুম উড়বে বিজেপির? ছমাস বাদে ঠিক কি হতে চলেছে? ‘ফাঁস’ করলেন হেভিওয়েট নেতা

মমতার পুরোহিত ভাতায় ঘুম উড়বে বিজেপির? ছমাস বাদে ঠিক কি হতে চলেছে? ‘ফাঁস’ করলেন হেভিওয়েট নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতিতে এবছর সমস্ত হিসাব উল্টোপাল্টা হয়ে গেছে। এবছর দুর্গাপুজোয় প্রত্যেক বারের মতন রাস্তায় জনমানবের ঢল নামবে না বলেই ধরে নেওয়া হচ্ছে। করোন্রর মধ্যে পুজো কিভাবে হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি পুজো নিয়ে প্রশাসনিক বৈঠক করেছেন এবং সেখানেই তিনি জানিয়েছেন পুজো হবে। পুজোর আনন্দ থাকবে, কিন্তু করোনাবিধি মেনেই পুজো মণ্ডপ তৈরি করতে হবে। এদিন প্রশাসনিক বৈঠকে দুর্গাপুজো কিভাবে হবে সেই পরিকল্পনার সাথে সাথেই উঠে এসেছে রাজ্যের পুরোহিতদের জন্য আকর্ষণীয় ঘোষণা।

মমতা বন্দ্যোপাধ্যায় এবার রাজ্যের পুরোহিতদের জন্য হাজার টাকা ভাতা ঘোষণা করেছেন প্রতিমাসের ভিত্তিতে। উপরন্তু পুরোহিতদের এবার বাংলার আবাস যোজনায় ঘর দেওয়া হবে বলেও জানা গেছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে গেরুয়া শিবিরের কটাক্ষ। এ প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা তৃণমূল নেত্রীর সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করে মন্তব্য করেন, “যেই মানুষটা জয় শ্রী রাম শুনলে ক্ষেপে যেতেন, তিনিই এখন রামায়ণ, মহাভারত নিয়ে মেতে উঠেছেন। যাওয়ার বেলায় ওনার এখন হরিনাম করার কথা মনে পড়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবছরের দূর্গা পূজার প্যান্ডেল নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পরিকল্পনা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এ বছরের দূর্গা পূজার প্যান্ডেল হবে খোলামেলা। বিশেষজ্ঞদের কথা জানিয়ে তিনি বলেন, পুজো প্যান্ডেলের ভেতরে ভেন্টিলেশন ব্যবস্থা রাখলেই শুধু হবেনা, প্যান্ডেল এতটাই খোলামেলা করতে হবে যাতে হাওয়া বাতাস খেলতে পারে। করোনা সংক্রমণের মধ্যেও দুর্গাপূজা সম্পন্ন করা বর্তমানে শাসক দলের কাছে একটা বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।

একুশের বিধানসভা নির্বাচনের আগে দুর্গাপূজাকে যদি সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করা যায়, তাহলে তৃণমূলের স্কোরবোর্ডে তা এক্সট্রা নাম্বার যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরোহিত ভাতা দেওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কানাঘুষো। বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনের আগে সংখ্যাগুরুদের কথা ভেবে মুখ্যমন্ত্রী পুরোহিত ভাতা চালু করেছেন সেকথা অনস্বীকার্য। সেক্ষেত্রে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ওপর কিছুটা কি চাপ বাড়ানোর চেষ্টা তৃণমূল নেত্রীর ? উত্তর খুঁজবে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!