এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতার রাজ্যে সরকারি সাহায্য পাচ্ছে না সংখ্যালঘু কলেজ! ইস্তফার ইচ্ছাপ্রকাশ প্রভাবশালী নেত্রীর!

মমতার রাজ্যে সরকারি সাহায্য পাচ্ছে না সংখ্যালঘু কলেজ! ইস্তফার ইচ্ছাপ্রকাশ প্রভাবশালী নেত্রীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট এ রাজ্যের শাসক সরকার সংখ্যালঘুদের তোষামোদ করে বলে বহু আগে থেকেই বিরোধী দল ওভিযোগ জানিয়ে আসছে। তবে এবার ব্যাপারটা অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। শোনা যাচ্ছে, মিল্লি আল আমিন কলেজে সরকারি সাহায্য বন্ধ আর তাই এবার সংখ্যালঘু কলেজটি নিজস্ব ভঙ্গিমায় চলার ইচ্ছা প্রকাশ করেছে। অন্যদিকে মিল্লি আল আমিন কলেজ অনেক আগেই খবরের শিরোনামে উঠে এসেছে। কারণ এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক হলেন স্বনামধন্যা বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, নতুন শিক্ষাবর্ষ থেকেই মিল্লি আল আমিন কলেজটি রাজ্য সরকারের ছাতার তলা থেকে বেরিয়ে এসে সম্পূর্ণভাবে সেলফ ফিন্যান্সিং এর দ্বারা নতুন করে প্রতিষ্ঠিত হবে। এ প্রসঙ্গে এডুকেশনাল অর্গানাইজেশন এর পক্ষ থেকে জনাব মোস্তাক সিদ্দিকী জানিয়েছেন, “গত তিন বছর ধরে অচলাবস্থা চলছে। রাজ্য সরকারের সাহায্য পাচ্ছি না। কলেজে ছাত্রী সংখ্যা কমতে কমতে এখন ১৪-১৫ জনে এসে দাঁড়িয়েছে। সর্বসম্মতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এটি সেলফ ফিনান্সিং কলেজ হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এডুকেশনাল অরগানাইজেশনের অন্যান্য সদস্যরাও জানিয়ে দিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব তাঁরা রাজ্য সরকারের কাছে এই প্রস্তাব নিয়ে যাবেন। অন্যদিকে মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলতে গেলে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানা গেছে। অন্যদিকে মিল্লি আল-আমিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে এ প্রসঙ্গে আলোচনা করলে তিনি জানান, “আগেও ৪ বছর এই কলেজ সেলফ ফিনান্সিং করা হয়েছিল। কিন্তু চালাতে পারেনি। ফের একই পথে হাঁটতে চাইছে। আমাকে যদি সরকার পুনর্বাসনের কথা বলে আমি ইস্তফা দেব।”

প্রসঙ্গত এর আগেও বহুবার বৈশাখী বন্দ্যোপাধ্যায় মিল্লি আল-আমিন কলেজের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছিলেন। সে সময় তিনি বিরোধী দলে যোগ দিয়েছিলেন বলে জানা যায়। কিন্তু তা সত্বেও বারবার শিক্ষামন্ত্রীর কাছে এসে তিনি এই সমস্যার সমাধান চান এবং শিক্ষামন্ত্রীও তাঁকে যথাযোগ্য সমর্থন করে এই সমস্যা মেটানোর নির্দেশ দেন মিল্লি আল আমিন কলেজকে বলে জানা গেছে। তবে নতুন করে আবারও সেলফ ফিনান্সিং নিয়ে যে মিল্লি আল আমিন কলেজ এর সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের একটি বিরোধ লাগতে চলেছে তা ইতিমধ্যে পরিষ্কার। আপাতত সম্পূর্ণ বিষয়টির ওপর নজর রাখবে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!