এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার এই প্রকল্পেই বদলে যাবে সব সমীকরণ? গেরুয়া-গড়ে জমি ফিরে পেতে বিশেষ পরিকল্পনায় তৃণমূল?

মমতার এই প্রকল্পেই বদলে যাবে সব সমীকরণ? গেরুয়া-গড়ে জমি ফিরে পেতে বিশেষ পরিকল্পনায় তৃণমূল?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ইতিমধ্যেই স্বাস্থ্যসাথী পরিষেবা রাজ্যের সকল মানুষের জন্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রকল্পের ব্যাপক প্রচার করতে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করায় চমকপ্রদ প্রকল্পকে হাতিয়ার করে এখন তৃণমূল আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে যেতে শুরু করেছে। এবার বাঁকুড়ায় লক্ষাধিক পরিবারের হাতে সেই স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড তুলে দিতে উদ্যোগ গ্রহণ করল রাজ্য সরকার।

জানা গেছে, মঙ্গলবার থেকে বাঁকুড়া জেলার 190 টি গ্রাম পঞ্চায়েত এবং তিনটি পৌরসভা এলাকায় শুরু হবে মুখ্যমন্ত্রীর ঘোষণা করা “দুয়ারে সরকার” কর্মসূচি। প্রসঙ্গত উল্লেখ্য, এই বাঁকুড়া জেলায় ইতিমধ্যেই 7 লক্ষ 39 হাজার মানুষকেই স্বাস্থ্যসাথীর কার্ড দেওয়া হয়ে গিয়েছে। এখানকার মোট জনসংখ্যা 35 লক্ষ 96 হাজার 292 জন।ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সকলের জন্য স্বাস্থ্যসাথী পরিষেবা। আর তাই যারা বাকি রয়েছেন, তাদেরও যাতে সেই পরিষেবায় অন্তর্ভুক্ত করা যায়, তার জন্য এবার উদ্যোগ নিল বাঁকুড়া জেলা প্রশাসন।

জানা গেছে, বিভিন্ন শিবিরে জমা পড়া ফর্ম বিডিও অফিসে স্বাস্থ্য সাথীর পোর্টালে লিপিবদ্ধ করা হবে। আর তারপরেই উপভোক্তাকে কোন তারিখে ছবি তোলার জন্য আসতে হবে, তা জানিয়ে দেওয়া হবে। আর ছবি তোলার দিনই উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে স্বাস্থ্যসাথীর স্মার্ট কার্ড। অর্থাৎ বাঁকুড়া জেলায় যারা স্বাস্থ্যসাথীর কার্ড পাওয়া থেকে বাদ রয়েছেন, মুখ্যমন্ত্রীর ঘোষণার পর “দুয়ারে দুয়ারে সরকার” কর্মসূচির মধ্য দিয়ে সেই সমস্ত মানুষদের সেই কার্ড পৌঁছে দিতে উদ্যোগ গ্রহণ করতে চলেছে বাঁকুড়া জেলা প্রশাসন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা কার্যত মাস্টারস্ট্রোক হিসেবেই নিয়েছেন বিশেষজ্ঞরা। গত লোকসভা নির্বাচনে বাঁকুড়া জেলায় বিজেপির উত্থান দেখা গেছে চোখে পড়ার মত। আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এখানে আবার নতুন করে প্রস্তুতি নিতে শুরু করেছে। তাই এই পরিস্থিতিতে স্বাস্থ্যপরিসেবা মানুষের কাছে আরও পৌঁছে দিয়ে সাধারণ মানুষের মন পেতে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মনে করছেন একাংশ।

ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা এই স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে ব্যাপক প্রচার করা হচ্ছে। শাসকদলের দাবি, এর ফলে মানুষ অনেকটাই উপকৃত হবে। অর্থাৎ এই নতুন প্রকল্পেরকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস যে এবারের নির্বাচনী ময়দানে নামবে, তা বলার অপেক্ষা রাখে না। আর তাই বাঁকুড়া জেলায় এবার সেই প্রকল্পের সূচনা করতে চলেছে জেলা প্রশাসন। যার ফলে বিজেপির প্রভাবকে আটকে নিজেদের জনমোহিনী কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিয়ে সাধারণ মানুষের মন পাওয়ার চেষ্টা করছে ঘাসফুল শিবির বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!