এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার সাধের প্রকল্পে মানুষ ভিখারি? বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের!

মমতার সাধের প্রকল্পে মানুষ ভিখারি? বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   নির্বাচনী প্রতিশ্রুতি মত ক্ষমতায় আসার পরই “লক্ষীর ভান্ডার” প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে সর্বস্তরের মহিলাদের জন্য আর্থিক সাহায্য করার কথা জানিয়ে দেন তিনি। ইতিমধ্যেই “দুয়ারে সরকার” কর্মসূচির মধ্য দিয়ে মহিলারা যাতে এই “লক্ষীর ভান্ডার” প্রকল্পে তাদের নাম নথিভুক্ত করেন, তার জন্য সরকারের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে।

সেই মতো বিভিন্ন জায়গায় দুয়ারে সরকারের ক্যাম্পে মা-বোনেদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে চোখে পড়ার মত‌। অনেক জায়গাতেই ভীড় উপচে পড়ছে। যা দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ। আর এই পরিস্থিতিতে এবার সেই “লক্ষীর ভান্ডার” প্রকল্প নিয়ে সাধারন মানুষকে ভিখিরী বানিয়ে দেওয়া হচ্ছে বলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। স্বভাবতই দিলীপ ঘোষের এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে একটি বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে “লক্ষীর ভান্ডার” প্রকল্প নিয়ে রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দল ব্যাপক প্রচার করলেও তাকে একহাত নেন রাজ্য বিজেপির প্রধান সেনাপতি। তিনি বলেন, “মানুষের হকের টাকা। আর সেই টাকা পেতে গিয়ে সাধারণ মানুষকে ভিখিরী বানিয়ে দেওয়া হচ্ছে। রাজ্য প্রশাসন সামলাতে ব্যর্থ মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে দেখে কিভাবে কাজ করতে হয়, সেটা শেখা উচিত।” অর্থাৎ মানুষের করের টাকা পেতে গিয়ে সাধারণ মানুষকে যেভাবে লাইন দিতে হচ্ছে, তাকে হাতিয়ার করে রাজ্য সরকারের এই প্রকল্প নিয়ে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি। যার ফলে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য প্রশাসন যথেষ্ট বেকায়দায় পড়ে গেল বলেই মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে “লক্ষীর ভান্ডার” প্রকল্প সরকারের সব থেকে বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। এমনকি এই প্রকল্প করার পর তৃণমূল কংগ্রেস আরও বেশি করে নিজেদের সাধারণ মানুষের সঙ্গে সংযোগ করতে উদ্যোগ গ্রহণ করেছে। তবে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে মহিলাদের লাইন নিয়ে রাজ্যের শাসকদলকে একহাত নিয়ে কার্যত শোরগোল ফেলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!