এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মমতার সফরের আগেই বেঁকে বসলেন আর এক হেভিওয়েট, দাঁড়াবেন নিজের প্রতীকে!

মমতার সফরের আগেই বেঁকে বসলেন আর এক হেভিওয়েট, দাঁড়াবেন নিজের প্রতীকে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন আসতে আর বিশেষ দেরি নেই। বাংলায় কিন্তু এই মুহূর্তে শাসক শিবিরের চিন্তা ধরাচ্ছে দলেরই বেশকিছু নেতাদের বিরুদ্ধ মনোভাব। একের পর এক সাংসদ, বিধায়ক, নেতারা দলের বিরুদ্ধে বিদ্রোহ করে কেউ দল ছেড়ে বেরিয়ে গেছেন, কেউ দলে থেকেও বিক্ষুব্ধ মনোভাব পোষণ করছেন। এই অবস্থায় আবারও আরেক হেভিওয়েট তৃণমূল নেতার গলায় শোনা গেল বিরোধিতার সুর। এই মুহূর্তে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক কাজকর্ম দেখার জন্য পৌঁছে গেছেন উত্তরবঙ্গে। এবং মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকাকালীন গ্রেটার কোচবিহার সংগঠনের প্রধান নেতা বংশী বদন বর্মন স্পষ্ট করে দিলেন, তিনি এবার নিজের প্রতীকে দাঁড়াবেন ভোটে লড়তে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই মুহূর্তে তৃণমূল শিবিরের প্রয়োজন একুশের বিধানসভার নির্বাচন জেতার জন্য অনেক বেশি মনোযোগ দেওয়া দলীয় ক্ষেত্রে। কিন্তু মনোযোগ দিতে হচ্ছে তৃণমূল নেতৃত্বকে নিজের ঘর ভাঙা রুখতে। ডিসেম্বর মাস পড়তে না পড়তেই তৃণমূল হাইকমান্ডের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন একের পর এক হেভিওয়েট নেতা। উত্তরবঙ্গের বর্ষীয়ান তৃণমূল নেতা মিহির গোস্বামী বেশ কিছুদিন আগেই দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে চলে গিয়েছেন গেরুয়া শিবিরে। মিহির গোস্বামীকে ধরে রাখার চেষ্টা চালালেও তৃণমূল সফল হয়নি। আর এবার গ্রেটার কোচবিহারের তৃণমূল নেতা বংশী বদন বর্মন বেঁকে বসলেন।

তৃণমূল নেত্রীর উত্তরবঙ্গ সফরকালে কোচবিহারেও যাওয়ার কথা আছে। দলীয় নেতাদের সঙ্গে সমস্যা মিটিয়ে তিনি একসঙ্গে কাজ করার বার্তাও দিয়েছেন। কিন্তু কোচবিহার যাওয়ার আগেই বংশীবদন বর্মন যেভাবে মনের কথা জানিয়ে দিলেন, তাতে স্বাভাবিকভাবেই অস্বস্তির মুখে রাজ্যের শাসক শিবির। বংশীবদন বর্মন জানিয়েছেন, তিনি একুশের ভোটে লড়তে গেলে অবশ্যই কোচবিহার দিনহাটা কেন্দ্র থেকে নিজের প্রতীকে লড়বেন। অন্যদিকে সংবাদ সূত্রে জানা গিয়েছে, বংশীবদন বর্মন কিন্তু এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে সুনাম করতে ছাড়েননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা বংশীবদন বর্মন কিন্তু রাজবংশী ভাষা অ্যাকাডেমীর চেয়ারম্যান হয়েছেন মুখ্যমন্ত্রীর বদান্যতায়। সে ক্ষেত্রে বংশীবদন বর্মন জানিয়েছেন, রাজবংশীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছুই করেছেন। আর এবার একাধিক সরকারী পদে থাকা বংশীবদন বর্মন একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এসে এমন ভাবে নিজের মত প্রকাশ করলেন, যাতে তৃণমূল শিবিরে আবারও উদ্বেগের কালো মেঘে ছেয়ে গেছে।

বিশেষজ্ঞদের মতে, উত্তরবঙ্গে এমনিতেই তৃণমূলের দুর্বলতা রয়েছে। লোকসভা নির্বাচনে তো উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গাই তৃণমূলের হাত থেকে বেরিয়ে যায়। সে জায়গায় বংশীবদন বর্মনকে সঙ্গে নিয়ে তৃণমূল নেত্রী উত্তরবঙ্গ জয়ের কথা ভেবেছিলেন। আর এবার বংশীবদন বর্মন যেভাবে সরে গিয়ে নিজের প্রতীকে দাঁড়ানোর ঘোষণা করলেন, তাতে কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে ভোট কাটাকাটি হওয়ার সম্ভাবনা প্রবল। প্রসঙ্গত, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন। তাই দেখার তিনি পুরো ব্যাপারটি কিভাবে সামাল দেন।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!