এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার সাধের “স্বাস্থ্যসাথী” নিয়ে বিস্ফোরক শুভেন্দু! জেনে নিন

মমতার সাধের “স্বাস্থ্যসাথী” নিয়ে বিস্ফোরক শুভেন্দু! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –ক্ষমতায় আসার পরপরই বিনামূল্যে চিকিৎসার জন্য রাজ্যে বেশ কিছু মানুষের জন্য স্বাস্থ্যসাথী কার্ড চালু করেছিল রাজ্য সরকার। পরবর্তীতে কেন্দ্রের পক্ষ থেকে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হলেও, তা নিয়ে রাজ্য বনাম কেন্দ্রের মধ্যে শুরু হয়েছিল তরজা। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, কেন্দ্রীয় সরকারের টাকা দিয়ে রাজ্য সরকার নিজেদের মতো করে নাম পাল্টে “স্বাস্থ্যসাথী” বলে তার প্রচার করছে। তবে সাম্প্রতিক কালে সেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নানা অভিযোগ উঠলেও, রাজ্যের সর্বস্তরের মানুষের জন্য সেই কার্ড চালু করার কথা ঘোষণা করেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই বিনামূল্যে চিকিৎসার এই বিষয়টি তুলে ধরে রাজ্য সরকারের ব্যাপক সাফল্যের কথা প্রচার করতে শুরু করেছে তৃনমূলের কর্মী-সমর্থকরা। আর এই পরিস্থিতিতে সদ্য তৃণমূল থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন। যেখানে স্বাস্থ্যসাথী কার্ডকে “ভোটকার্ড” হিসেবে চিহ্নিত করতে দেখা গেল তাকে।

একাংশ বলছেন, এতদিন তৃণমূল সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন এই শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে বিভিন্ন সভায় বক্তব্য রাখার সময় রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পের ভূয়সী প্রশংসা করার সময় স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রশংসা করতে শোনা গিয়েছিল তাকে। কিন্তু এবার বিজেপিতে যোগদান করার সাথে সাথেই এই প্রকল্পকে ভোটকার্ড বলে কটাক্ষ করে রীতিমত নিজের প্রাক্তন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসের বিড়ম্বনা বাড়িয়ে দিলেন শুভেন্দুবাবু।

সূত্রের খবর দিন পশ্চিম মেদিনীপুরের কেশপুর লোকসভা থেকে স্বাস্থ্যসাথী কার্ডকে তৃণমূলের ভোট কার্ড বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। আর তারপরই গোটা বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পর্যবেক্ষকদের অনেকে বলছেন, তৃণমূলে থাকার সময় হয়ত বা শুভেন্দুবাবু এই প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছিলেন। কিন্তু এখন তিনি বিজেপি নেতা। প্রায় প্রতিমুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিড়ম্বনা বাড়িয়ে দিতে দেখা যাচ্ছে তাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের অনুন্নয়ন সহ আইন-শৃঙ্খলার অবনতি একাধিক বিষয়ে সরব হচ্ছেন এই শুভেন্দু অধিকারী। আর এই পরিস্থিতিতে যে স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে রাজ্য সরকারের সাফল্যের প্রচার করতে ব্যস্ত তৃনমূলের কর্মী-সমর্থকরা, সেই কার্ডকেই পাথেয় করে তৃণমূলকে পাল্টা আক্রমন করে বসলেন তিনি। যেখানে বিনামূল্যে চিকিৎসার ঘটনাটি তুলে ধরে গোটা ব্যবস্থাকে তৃণমূলের ভোটকার্ড বলে দাবি করতে দেখা গেল তাকে। অনেকে বলছেন, শুভেন্দু অধিকারী আসলে সত্যি কথা সত্যি ভাবে বলেছেন।

ভোটের মুখে এই সমস্ত প্রকল্প চালু করে আসলে মানুষের মন জয়ের চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এসব করে লাভের লাভ কিছুই হবে না। তবে যে যাই বলুন না কেন, এতদিন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী থাকা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর যেভাবে রাজ্য সরকারের প্রকল্প নিয়ে কটাক্ষ করলেন, তাতে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!