এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার শেখানো ‘বিদ্যেতেই’ মমতা ‘বধের’ পরিকল্পনায় শুভেন্দু? গেরুয়া শিবিরের হাসি হচ্ছে চওড়া?

মমতার শেখানো ‘বিদ্যেতেই’ মমতা ‘বধের’ পরিকল্পনায় শুভেন্দু? গেরুয়া শিবিরের হাসি হচ্ছে চওড়া?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল কংগ্রেস ছেড়ে মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূলে এতটা আতঙ্কের আবহ তৈরি হয়নি কিন্তু শুভেন্দু অধিকারী ঘাসফুল শিবির ছেড়ে পদ্ম শিবিরের নাম লেখানোর পরেই আতঙ্কগ্রস্ত শাসকদলের অন্দরমহল একের পর এক ছোট-বড়-মাঝারি স্তরের নেতারা প্রতিনিয়ত দলত্যাগ করতে শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের একাংশ বলছেন, একসময় তৃনমূল কংগ্রেসে থাকার সময় এই শুভেন্দু অধিকারীর হাত ধরে মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদহ জেলার বিরোধীদলের জনপ্রতিনিধিদের নিজেদের দিকে টেনে নিয়েছিল তৃণমূল কংগ্রেস।

আর তখন এই কাজে উৎসাহ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে অভিযোগ সমালোচক মহলের। স্বাভাবিক ভাবেই এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ তিনি। তার এক সময়কার সতীর্থ শুভেন্দু অধিকারী বিজেপিতে নাম লিখিয়ে তার শেখানো বুদ্ধিতেই তাকে কাবু করতে শুরু করেছেন বলে দাবি করছেন বিরোধীদের একাংশ। অনেকে বলতে শুরু করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একসময় বিরোধী দল ভাঙ্গানোর খেলা শুরু করেছিলেন এই শুভেন্দু অধিকারী।

মালদহ থেকে শুরু করে মুর্শিদাবাদ জেলায় যখন বিরোধী দলের জনপ্রতিনিধিদের তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছিল, তখন তার তীব্র প্রতিবাদ করেছিলেন বিরোধীরা। কিন্তু তা সত্ত্বেও বিরোধীদের সেই কথা কানে তোলেননি তৃণমূল সুপ্রিমো। শুভেন্দু অধিকারী নিজের মত করে বিরোধীদের ঘর ভাঙতে শুরু করলেও রাশ টেনে ধরেননি তিনি। আর এখানেই একাংশ বলছেন, ইতিহাসের পুনরাবৃত্তি হয়। এখন সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে নাম লিখিয়েছেন। আর গেরুয়া শিবিরে নাম লিখিয়ে একসময় তৃণমূল থেকে যেভাবে তিনি বিরোধীদের ঘর ভেঙ্গেছিলেন, ঠিক একই ভাবে এবার তৃণমূলের ঘর ভাঙতে শুরু করেছেন বলে দাবি একাংশের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী আসলে গুরুমারা বিদ্যা এখন প্রয়োগ করতে শুরু। মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখতে একসময় তার দলে থেকে যে ফর্মুলা দিয়ে বিরোধীদের কব্জা করেছিলেন, সেই একই ফর্মুলা দিয়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কব্জা করতে শুরু করেছেন তার এক সময়কার সতীর্থ শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারীর এহেন তৎপরতাই এখন চিন্তা বাড়িয়ে দিচ্ছে ঘাসফুল শিবিরের। যদি এভাবেই তৃণমূলের ঘর ভাঙার দিকে মনোযোগী হয়ে পড়েন শুভেন্দুবাবু, তাহলে ভবিষ্যৎ তৃণমূলের জন্য খুব একটা সুখকর হবে না বলেই মনে করছেন একাংশ।

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে নাম লেখানো শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূলের ঘর ভাঙ্গার দিকে উদ্যত হয়েছে, তাতে পরিস্থিতি ঘোরালো হয়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, ভাঙ্গন আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো পদক্ষেপ গ্রহণ করেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!