এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার সফরের আগেই কৃষক বিক্ষোভে উত্তপ্ত বীরভূম! অস্বস্তি বাড়ল তৃণমূলের!

মমতার সফরের আগেই কৃষক বিক্ষোভে উত্তপ্ত বীরভূম! অস্বস্তি বাড়ল তৃণমূলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়িয়ে সেখানকার কৃষক বিক্ষোভে পাশে থাকার কথা জানিয়েছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার রাজ্যে যে এরকম ঘটনা ঘটবে, তার সত্যিই কল্পনা করা যায়নি। রাত পোহালেই বীরভূম সফর রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিকে মুখ্যমন্ত্রীর এই সফরের আগেই এবার বোলপুরের শিবপুর এলাকার জমিহারা কৃষকরা শিল্পের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করলেন।

স্বাভাবিকভাবেই এই ঘটনায় প্রশাসন থেকে শুরু করে জেলা তৃণমূল নেতৃত্বের অস্বস্তি যে অনেকটাই বৃদ্ধি পেল, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, বর্তমানে কৃষক আইনের প্রতিবাদে দেশজুড়ে কৃষকদের বিক্ষোভ চলছে। আর সেই বিক্ষোভে সেই সমস্ত প্রতিবাদী কৃষকদের পাশে থাকার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিজেপির পক্ষ থেকে বাংলার কৃষকরা সুরক্ষিত নয় বলে বারবার দাবি করা হচ্ছে।

আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিতে চাইলেও, তার বীরভূম সফরের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে দিয়ে সেখানকার কৃষকদের প্রতিবাদ ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। জানা যায়, বীরভুমের বোলপুরের শিবপুর এলাকায় 300 একর জমিতে বিগত বাম সরকারের আমলে শিল্পের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল। কিন্তু তারপর রাজ্যে পালাবদল হলে সেখানে শিল্পের বদলে গীতবিতান টাউনশিপ এবং বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। স্বাভাবিকভাবেই এই ঘটনার জন্য দীর্ঘদিন ধরেই বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন কৃষকরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর মুখ্যমন্ত্রীর সফরের আগে সেই বিক্ষোভ আরও চরম আকার ধারণ করল। যেখানে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্যই তারা এই বিক্ষোভে নেমেছেন বলে মনে করা হচ্ছে। কৃষকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই জমি শিল্পের জন্য নেওয়া হয়েছিল। তাই এখানে শিল্প করতে হবে। আর যদি তা না করা হয়, তাহলে তাদের সেই জমি ফিরিয়ে দিতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলা সফর করে একদিকে যেমন উন্নয়নকে ত্বরান্বিত করতে চাইছেন, ঠিক তেমনই সংগঠনকে চাঙ্গা করতে চাইছেন। কিন্তু তার এই সফরের আগে যেভাবে বোলপুরে শিল্পের জন্য জমি নিলেও সেখানে শিল্প হয়নি বলে বিক্ষোভ শুরু হল কৃষকদের, তাতে তৃণমূল কংগ্রেস অনেকটাই চাপে পড়তে পারে।

জানা গেছে, মুখ্যমন্ত্রী সফরে আসলে তার সামনে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন সেই সমস্ত কৃষকরা। আর তা যদি হয়, তাহলে জেলা প্রশাসনের অস্বস্তি যে ক্রমশ বাড়তে শুরু করবে, তা বলাই যায়। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে এবার ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে প্রশাসনের অন্দরমহলে। এখন দিনের শেষে কৃষকদের এই বিক্ষোভ সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!