এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার সঙ্গে থাকা পুরনোরা ক্রমশ বিক্ষুব্ধ, চরম কটাক্ষ সেলিমের!

মমতার সঙ্গে থাকা পুরনোরা ক্রমশ বিক্ষুব্ধ, চরম কটাক্ষ সেলিমের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট– তৃণমূল ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্দিনে তার সঙ্গে থাকা অনেক নেতাকর্মীদের তিনি পেছনের সারিতে রেখে দিয়েছেন বলে অভিযোগ। ইতিমধ্যেই সোনালী গুহ তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপির সঙ্গে যুক্ত হয়েছেন। আর সাম্প্রতিক সময়ে মদন মিত্রের একাধিক মন্তব্য তৃণমূলকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। আর এই পরিস্থিতিতে এবার দলের একাধিক পুরনো মুখকে নিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে মহম্মদ সেলিমকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই সিপিএম নেতা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেস করতেন, তখন তার সঙ্গে প্রধান দুইজন ছিলেন, যার মধ্যে একজন মদন মিত্র, আর আর একজন ফিরহাদ হাকিম। এখন সেই মদন মিত্র মুখর হয়েছেন। আর ফিরহাদ হাকিম মুখ হয়ে উঠেছেন। একেবারে চুপ করে গিয়েছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা প্রথমদিকে ছিলেন, তারা এখন ক্রমশ বিক্ষুব্ধ হয়ে উঠেছেন।”

পর্যবেক্ষকদের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে সিপিএম নেতা মহম্মদ সেলিম তৃণমূলের অন্দরমহলের কোন্দলকে আরও বাড়িয়ে দিতে চাইলেন। এমনিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য অনেক পুরনো দিনের তৃণমূল নেতা নেত্রীরা পেছনের সারিতে চলে গিয়েছেন বলে অভিযোগ একাংশের। আর এই পরিস্থিতিতে মদন মিত্রের বিদ্রোহের পর মহম্মদ সেলিমের মন্তব্য তৃণমূলকে অনেকটাই চাপের মুখে ফেলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!