এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার সভায় ফাকা দর্শকাসন, পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের!

মমতার সভায় ফাকা দর্শকাসন, পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিরোধীদের পক্ষ থেকে মাঝেমধ্যেই অভিযোগ করা হয়, তৃণমূল কংগ্রেস নিজেদের রাজনৈতিক কাজে পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে। এমনকি সভা-সমিতিতে লোকজন করাতে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে বলেও মাঝেমধ্যেই অভিযোগ করে বিরোধীরা। কিন্তু এবার মাটি উৎসবের উদ্বোধনী মুখ্যমন্ত্রী এলেও দর্শকাসন ফাকা থাকা নিয়ে সেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। যাকে কেন্দ্র করে রীতিমত শোরগোল তৈরি হয়েছে গোটা জেলা জুড়ে। হঠাৎ করে কেন নিজেদের পরিচালিত প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করলেন তৃণমূল নেতারা, এখন তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মাটি উৎসবের মঞ্চে আসেন, তখন দর্শকাসনে সেভাবে ভিড় ছিল না। আর সেই সময় থেকেই রীতিমত অস্বস্তি বাড়তে শুরু করে জেলা তৃণমূল নেতৃত্বের। অনেকেই এই ব্যাপারে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করেন। একাংশের বক্তব্য, বিভিন্ন জায়গায় নিরাপত্তার কারণ দেখিয়ে পুলিশের পক্ষ থেকে বাস আটকে দেওয়া হয়েছে। যার ফলে মানুষ ঠিক মত এই সভায় আসতে পারেননি। আর নিজেদের পরিচালিত প্রশাসনের বিরুদ্ধেই এভাবে তৃণমূল নেতাদের অভিযোগকে কেন্দ্র করে এখন রীতিমতো শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

একাংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূল কংগ্রেসের নেত্রী বা বাংলার মুখ্যমন্ত্রী নন। তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান তথা পুলিশ মন্ত্রী। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি অনুষ্ঠানে যেভাবে লোকজন আসতে বাধা পাওয়ায় পুলিশের বিরুদ্ধে অনেক তৃণমূল নেতারা অভিযোগ করছেন, তাতে রীতিমতো অস্বস্তির মুখে পড়তে হচ্ছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে। হয়ত বা দলের নেত্রী তথা সুপ্রিমো হওয়ার কারণে প্রকাশ্যে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করার সাহস দেখাচ্ছেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তলায় তলায় যেভাবে নিরাপত্তার কারণ দেখিয়ে পুলিশের পক্ষ থেকে অনেকে আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করতে শুরু করেছেন একাধিক নেতা, তাতে শাসকদলের অভ্যন্তরীণ পরিস্থিতি যে ক্রমশ জটিল হয়ে উঠছে, তা বলার অপেক্ষা রাখে না। বিজেপির পক্ষ থেকে বারবার অভিযোগ করে বলা হয়েছে, পুলিশ প্রশাসন তৃণমূলের হয়ে কাজ করছে। এক্ষেত্রে পুলিশ প্রশাসন যাতে নিরপেক্ষভাবে কাজ করে, তার জন্য নির্বাচনের আগে কমিশনের কাছে আবেদন জানিয়েছে ভারতীয় জনতা পার্টি।

আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি উৎসব উদ্বোধনে সেই পুলিশ প্রশাসন নিরাপত্তার কারণ দেখিয়ে বাস আটকে দেওয়ার কারণে ভিড় কম হয়েছে বলে হতাশা প্রকাশ করতে দেখা যাচ্ছে একাধিক তৃণমূল নেতাদের। শাসক দলের নেতাদের মুখ থেকে নির্বাচনের আগে প্রশাসনের বিরুদ্ধে এই রকম মন্তব্য যে রাজ্য রাজনীতিতে এখন চর্চার বিষয় হয়ে দাঁড়াবে, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!