এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার সভায় হেভিওয়েট বিজেপি নেতা, নয়া সমীকরণে বাড়ছে জল্পনা!

মমতার সভায় হেভিওয়েট বিজেপি নেতা, নয়া সমীকরণে বাড়ছে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বারবার বিভিন্ন প্রশাসনিক সভায় বিরোধীদের আমন্ত্রণ না জানানোর অভিযোগ ওঠে রাজ্যের বিরুদ্ধে। কিন্তু এবার জল্পনা বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গের সভায় আমন্ত্রণ জানানো হল বিজেপি নেতাদের। যাকে কেন্দ্র করে কার্যত সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। হঠাৎ করে কেন সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর সভায় দুই বিজেপি নেতাকে আমন্ত্রণ জানানো হল, তা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন।

সূত্রের খবর, আজ আদিবাসী উন্নয়ন পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। আর সেই কারণেই উত্তরবঙ্গের বিজেপি নেতাদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকে। বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যের পক্ষ থেকে এই পদক্ষেপ নিয়ে নিজেদের নিরপেক্ষতা প্রমাণ দেওয়ার চেষ্টা করা হল।

শাসক দলের পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হল যে, রাজ্য সরকার সকলকে নিয়ে উন্নয়ন করতে চায়। আর সেই কারণেই এই বৈঠকে বিরোধী দলের জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে শুধুমাত্র আমন্ত্রণ জানিয়েই মুখরক্ষা, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক কারণ রয়েছে, তা নিয়েও তৈরি হয়েছে চর্চা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!