এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতার উদ্বোধন করা প্রকল্পের কাজ হুমকি দিয়ে আটকে দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার

মমতার উদ্বোধন করা প্রকল্পের কাজ হুমকি দিয়ে আটকে দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রায় এক বছর আগে কলকাতা থেকে দুর্গাপুরের বীরভানপুর শ্মশান ঘাটের কাছে দামোদরের উপর জল প্রকল্পের উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার উদ্বোধন করা সেই প্রকল্পের নির্মাণ কাজ আটকে গেল এক তৃণমুল যুবনেতার হুমকির জন্য। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। প্রসঙ্গত উল্লেখ্য, 2019 এর শেষের দিকে একটি ঠিকাদারি সংস্থা এই প্রকল্প নির্মাণের বরাত পেয়েছিল। ইতিমধ্যেই 30% কাজ সম্পন্ন হয়ে গিয়েছে।

তবে গত 13 নভেম্বর দুপুরবেলা স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল নেতা কল্লোল বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 11 জন ব্যক্তি মদ্যপ অবস্থায় সেই প্রকল্প এলাকায় এসে চড়াও হন। এমনকি কর্মীদের খুন করে দেওয়া হবে বলে হুমকি দেন তারা। কিন্তু কেন এই তৃণমূল নেতা এই ধরনের কাজ করলেন! এখন তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। যেখানে মুখ্যমন্ত্রী প্রকল্পের উদ্বোধন করেছেন, সেখানে তৃণমূল নেতার জন্য সেই প্রকল্পের কাজ আটকে যাবে কেন, ইতিমধ্যেই এই ব্যাপারে নানা মহলে প্রশ্ন তৈরি হয়েছে।

ঠিকাদার সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণমূল নেতা কল্লোল বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে একজন কর্মীকে এই কাজে নিয়োগ করা হয়েছে। কিন্তু তারপর আবার কর্মী নিয়োগের দাবি জানানো হয়েছে কিন্তু তা কোন মতেই সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে সেই ঠিকাদারি সংস্থার এর পরেই তাদের ওপর চড়াও হয়েছেন সেই তৃণমূল নেতা এবং তার বাহিনীরা বলে অভিযোগ উঠতে শুরু করেছে।

কিন্তু এইভাবে সরকারি প্রকল্পের কাজে বাধাদান করা কি ঠিক যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বার্তা দিচ্ছে প্রশাসন প্রশাসন এর মত চলবে সেখানে তৃণমূল নেতাদের এই হস্তক্ষেপ কেন? কেন তার দাবি না মানাতে এইভাবে সেই সমস্ত ঠিকাদারি সংস্থার কর্মীদের ওপর হামলা করা হল? এদিন এই প্রসঙ্গে তৃণমূল নেতা কল্লোলবাবু অবশ্য বলেন, “13 নভেম্বর আমি ঘটনাস্থলে যাইনি। ফোনে ঠিকাদার সংস্থাকে জানিয়েছি, কর্মী নিয়োগ করতে হবে। আমি পুলিশের কাছেও এটাই বলেছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা রয়েছে, সেখানে এইভাবে কোনো একজন তৃণমূল নেতা কাজ বন্ধ করে দেবে, আর জেলা প্রশাসন নীরব থাকবে কেন? এদিন এই প্রসঙ্গে সেই ঠিকাদারি সংস্থার ডিরেক্টর মহম্মদ আসিফ আকতার বলেন, “মুখ্যমন্ত্রী ও জেলাশাসক পূর্ণেন্দু মাঝির দপ্তরের কাছে লিখিত আর্জি জানিয়ে সমস্যা সমাধানের জন্য আমরা দরবার করেছি। আবেদনের প্রতিলিপি পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট জায়গাতে পাঠিয়েছি। কিন্তু এখনও কাজ বন্ধ।” তবে এই ব্যাপারে খোঁজ নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। একই কথা বলেছেন জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারি।

তবে সামনে যখন বিধানসভা নির্বাচন, তখন এভাবে সরকারি প্রকল্পের কাজ আটকে থাকা নিয়ে এখন বিরোধীরা যে নতুন করে তৃণমূল সরকারের বিড়ম্বনা বাড়িয়ে দিতে ময়দানে নামবে, তা বলার অপেক্ষা রাখে না। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধন করা প্রকল্প তৃণমূল নেতাদের জন্য আটকে রয়েছে, সেখানে শাসকদল যে অত্যন্ত সমস্যার মুখে পড়বে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!