এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার উন্নয়ন “চুরি” নিয়ে যোগীকে কটাক্ষ! তৃণমূলের বিরুদ্ধে ব্যাট ধরলেন শুভেন্দু!

মমতার উন্নয়ন “চুরি” নিয়ে যোগীকে কটাক্ষ! তৃণমূলের বিরুদ্ধে ব্যাট ধরলেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রবিবার দিনভর অন্যান্য খবরের পাশাপাশি আলোচনার বিষয় হয়ে উঠেছিল উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি ছবি। যেখানে বিভিন্ন সংবাদপত্রে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর একটি ছবি দেওয়া হয় এবং তার নিচে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ছবি তুলে ধরা হয়। আর আশ্চর্যজনকভাবে উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রীর সেই ছবিতে দেখা যায় পশ্চিমবঙ্গের “মা” উড়ালপুলের ছবি। আর তারপর থেকেই এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে সরব হতে শুরু করে তৃণমূল কংগ্রেস।

বিজেপি যে প্রকৃত উন্নয়ন করতে পারে না, এক্ষেত্রে তৃণমূল সরকারের উন্নয়ন যে তাদেরকে চুরি করতে হচ্ছে, সেই ব্যাপারে একের পর এক কটাক্ষ ধেয়ে আসে ঘাসফুল শিবিরের পক্ষ থেকে। স্বভাবতই গোটা বিষয়ে বিজেপির পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে, তার দিকে নজর ছিল সকলের। অবশেষে এই ব্যাপারে মুখ খুলতে দেখা গেল পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। যেখানে সম্পূর্ণ মিথ্যা খবর বলে গোটা বিষয়টিকে তুলে ধরলেন তিনি। পাশাপাশি নিজের করা ট্যুইটের মধ্যে দিয়ে তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করালেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। যাকে করে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন গোটা বিষয়ে বিতর্কের মাঝেই একটি টুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে তিনি লেখেন, “মিথ্যা কথা প্রচারকরা নিজেরাই সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপনের ভুলকে সামনে রেখে সরব হয়েছেন। যোগী আদিত্যনাথের সরকারের আমলে অনেক উন্নয়ন দেখেছে উত্তরপ্রদেশের মানুষ। তাই বাংলা থেকে কিছু ধার নেওয়ার প্রয়োজন নেই উত্তরপ্রদেশের।” অর্থাৎ শুভেন্দু অধিকারী এই মন্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট করে দিলেন যে, গোটা বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে বিজেপিকে কটাক্ষ করা হলেও তা সম্পূর্ণরূপে ভিত্তিহীন। অর্থাৎ সম্পূর্ণ ভুল ছবি প্রকাশিত করা হয়েছে বলে নিজের ট্যুইটের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন তিনি।

পর্যবেক্ষকদের মতে, যোগী আদিত্যনাথের এই ছবি সামনে আসার পরেই তৃণমূলের শীর্ষস্তরের নেতা-নেত্রীরা একের পর এক টুইট করতে শুরু করেন। স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বিজেপির ডবল ইঞ্জিন মডেল ফেল করেছে বলে ট্যুইটের মধ্যে দিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব হন। আর তারপর থেকেই গোটা বিষয়ে বিজেপির অবস্থান কি, তারা এই ব্যাপারে কি বলবে, তা নিয়ে নানা মহলে কৌতুহল তৈরি হয়। তবে অবশেষে গোটা বিষয়ে মুখ খুলতে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। নিজের যুক্তির মধ্যে দিয়ে সমালোচকদের চাপে ফেলে দিলেন নন্দীগ্রামের বিজেপির বিধায়ক বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!