এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > মমতার ইউপি সফরকে বেনজির আক্রমণ, একি বললেন দিলীপ ঘোষ! জেনে নিন!

মমতার ইউপি সফরকে বেনজির আক্রমণ, একি বললেন দিলীপ ঘোষ! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন উপলক্ষে আগামী 8 ফেব্রুয়ারি সেখানে প্রচারে যাচ্ছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরকে গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, এসব করে কোনো লাভ হবে না। আর এই পরিস্থিতিতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরপ্রদেশ সফরকে নিয়ে বলতে গিয়ে কার্যত বেনজির আক্রমন করে বসলেন দিলীপ ঘোষ। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দেশের নেতা হতে চেয়েছেন বলে দাবি করলেন তিনি।

সূত্রের খবর, আজ এই ব্যাপারের দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কার্যত তৃণমূল নেত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। এদিন এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “এমন বৈঠক এর আগেও হয়েছে। অখিলেশ যাদব ও অনেকেই এসেছেন 2019 সালে। কিন্তু কে কাকে সাহায্য করেছে! সবার তো আসন কমেছে। অনেকের প্রতিনিধিই নেই এখন লোকসভায়। এইসব নাটক নির্বাচনের আগে হয়। সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা হয় যে, এই করে দেব, ওই করে দেব। আগে পশ্চিমবঙ্গের মুখ হন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর অন্য কিছু হবেন। উনি নিজেই দেশের নেতা হতে চেয়েছেন। ওখানে ওনাকে এক কাপ চা দেওয়ার মতো কেউ নেই।”

বিশেষজ্ঞরা বলছেন, দিলীপ ঘোষ এই কথা বলে বুঝিয়ে দিলেন যে, উত্তরপ্রদেশে কোনো রকম ভিত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই সেখানে গিয়ে তিনি লাভের লাভ কিছুই করতে পারবেন না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!