এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মমতার উত্তরবঙ্গ সফরে বড়সড় বদল, হঠাৎই নেওয়া হল এই সিদ্ধান্ত!

মমতার উত্তরবঙ্গ সফরে বড়সড় বদল, হঠাৎই নেওয়া হল এই সিদ্ধান্ত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- যখন তিনি রেলমন্ত্রী ছিলেন, তখন সেই রেলে চেপেই বিভিন্ন জেলায় পৌঁছে যেতেন। কিন্তু 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠক যোগ দিতে বেশিরভাগ ক্ষেত্রেই হেলিকপ্টার ব্যবহার করতে দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আবহাওয়া অত্যন্ত খারাপ। তাই হেলিকপ্টারে উত্তরবঙ্গ সফরে গেলে সমস্যা হতে পারে। আর এই পরিস্থিতিতে এবার ট্রেনে চেপেই মালদহে আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, আজ সোমবার শতাব্দী এক্সপ্রেস করে মালদহে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত, চার দিন উত্তরবঙ্গে থাকবেন তিনি। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দুই দিনাজপুর জেলাকে নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। প্রথমে ঠিক ছিল, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে সেই জেলাকে নিয়ে মুখ্যমন্ত্রী একটি বৈঠক করবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু পরবর্তীতে সেই সিদ্ধান্তে বদল আনা হয়। যে কোনো কারণেই হোক, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাকে নিয়ে কর্ণজোড়া অডিটোরিয়ামে মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরের মধ্য দিয়ে পুরনো স্মৃতি ফিরে এলো। রেলমন্ত্রী থাকার সময় তিনি রেলে চেপে বিভিন্ন জেলায় যেতেন। আর এই মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম শতাব্দী এক্সপ্রেস করে মালদহে আসতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!