এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতার ওয়ার্ডে মনোনয়ন প্রত্যাহার! হেভিওয়েট নেতাকে নিয়ে বাড়ছে জল্পনা!

মমতার ওয়ার্ডে মনোনয়ন প্রত্যাহার! হেভিওয়েট নেতাকে নিয়ে বাড়ছে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের গড় হিসেবে পরিচিত 73 নম্বর ওয়ার্ড। এবার সেখানে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়কে। স্বাভাবিকভাবেই ওয়ার্ডের দীর্ঘদিনের তৃণমূল কাউন্সিলর রতন মালাকার রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন। আর তার পরেই তিনি নির্দল হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এদিকে তৃণমূলের শক্ত ঘাঁটিতে এই ধরনের ঘটনা ঘটার পরেই রীতিমতো অস্বস্তিতে পড়ে যায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর এই পরিস্থিতিতে এবার শেষমেষ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন সেই রতন মালাকার। যার ফলে তাকে নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

সূত্রের খবর, শুক্রবার নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন এই ওয়ার্ডের নির্দল প্রার্থী রতন মালাকার। একাংশ বলছেন, হয়ত বা তৃণমূল শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে তার সঙ্গে আলোচনা করা হয়েছে। আর তারপরেই তিনি নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়ে তৃণমূল কংগ্রেসকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছেন। এদিন এই প্রসঙ্গে মনোনয়নপত্র প্রত্যাহার করার কারণ হিসেবে রতন মালাকার বলেন, “আমি বহুদিন ধরে তৃণমূল করি। দলের প্রতি আনুগত্য ছিল, আছে‌। মানুষ চেয়েছিল, আমি লড়াই করি। ওয়ার্ডের মানুষের স্বার্থে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে মনোনয়ন প্রত্যাহার করছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, এই ঘটনার মধ্যে দিয়েই স্পষ্ট যে, তৃণমূল নেতৃত্বের একটা চাপ রতনবাবুর ওপরে এসেছিল। আর সেই কারণেই শেষ পর্যন্ত তাকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হল। যদিও বা কি কারনে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, সেই রকম কোনো বিষয় সামনে আসেনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!