এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতা- অভিষেকের গড়েই প্রথম হানা দিতে চলেছেন নাড্ডা, সামনে এলো বিস্ফোরক তথ্য

মমতা- অভিষেকের গড়েই প্রথম হানা দিতে চলেছেন নাড্ডা, সামনে এলো বিস্ফোরক তথ্য


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দুদিনের রাজ্য সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এবারে তিনি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদ এলাকা ডায়মন্ডহারবার তৃণমূলের এই দুই শক্তিশালী দুর্গে হানা দিতে যাচ্ছেন। আগামী বিধানসভা নির্বাচনের নিরিখে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিমাসে রাজ্য সফর করবেন বলে বিজেপি সূত্রের খবর। এদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা দেশব্যাপী সফর করতে শুরু করেছেন। এই সফরের অংশ হিসেবে দুদিন তিনি থাকছেন পশ্চিমবঙ্গে। তবে, এরপরও তিনি একাধিকবার রাজ্যে আসতে চলেছেন।

প্রসঙ্গত, ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরপর দুবার জয়লাভ করেছেন বিধানসভা ভোটে। আবার ডায়মন্ডহারবার কেন্দ্র থেকেও দুবার জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার ভবানীপুরে রয়েছে জে পি নাড্ডার কর্মীসভা। সেখানে একটি বস্তিতে যাবারও পরিকল্পনা আছে তাঁর। এ প্রসঙ্গে এক বিজেপি নেতা জানালেন যে, জে পি নাড্ডা দেখাতে চাইছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উন্নয়নের কথা বললেও নিজের এলাকায়ই তিনি উন্নয়ন করতে পারেননি। আজ কালীঘাট মন্দিরে পুজো দিতে পারেন জে পি নাড্ডা।

প্রসঙ্গত, ভবানীপুরে ২ লক্ষ ভোটার আছেন যাদের মধ্যে ৬০ শতাংশ মানুষই মারোয়াড়ি, শিখ, গুজরাতি সম্প্রদায়ভুক্ত। আগামী বিধানসভা নির্বাচনে তাদের উপর বিশেষ ভরসা বিজেপির। আবার, ভবানীপুরে মুসলিম রয়েছেন ৬ শতাংশ। গত ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী ভবানীপুরে ৫৫ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেছিলে ২০১১ সালের বিধানসভা উপনির্বাচনে তিনি ৫৪ হাজার ভোটে জিতেছিলেন। ২০১৯ এর লোকসভা ভোটে বিজেপি দ্বিতীয় ছিল দক্ষিণ কলকাতা কেন্দ্রে। বিজয়ী হন তৃণমূল প্রার্থী মালা রায়।

আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে বিজেপির জনৈক রাজ্য নেতা জানালেন, ” আমরাও জানি ভবানীপুরে মমতাকে হারানো কঠিন। কিন্তু তা-ও আমরা সভাপতিকে ওই কেন্দ্রে নিয়ে গিয়ে সারা বাংলার কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাইছি। কে বলতে পারে, রাজ্যের পরিস্থিতি যেদিকে চলেছে, তাতে অঘটন ঘটলেও ঘটতে পারে। বুদ্ধদেব ভট্টাচার্য যে মুখ্যমন্ত্রী থাকাকালীন যাদবপুরে হেরে যাবেন, সেটাও কি কেউ হওয়ার আগে ভাবতে পেরেছিল? ”

অন্যদিকে আগামীকাল বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে কর্মসূচি করতে চলেছেন জে পি নাড্ডা। যেখানে একটি সভায় তিনি ভাষণ দেবেন তিনি। তারপর এক সাংবাদিক বৈঠক করার কথা তাঁর। ডায়মন্ড হারবার কেন্দ্রটি সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল। গত লোকসভা নির্বাচনের নিরিখে সেখানে ৭ টি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে ছিল তৃণমূল। আগামী বিধানসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে অন্তত চারটি বিধানসভা আসন জেতার লক্ষ্যমাত্রা নিল বিজেপি।

তৃণমূলের পক্ষ থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতির বঙ্গ সফরকে কোন ভাবেই গুরুত্ব দেয়া হয়নি। তৃণমূল নেতারা জানালেন যে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা যতবার ইচ্ছে রাজ্যে আসতে পারেন। কিন্তু, ভোটের ফলাফলে কোনো রকম পার্থক্য হবে না। ভবানীপুর সহ সারা রাজ্যেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল সরকার।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!