এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও নেতাজির মতো রাজনীতি করা হচ্ছে – বিস্ফোরক ব্রাত্য বসু

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও নেতাজির মতো রাজনীতি করা হচ্ছে – বিস্ফোরক ব্রাত্য বসু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল বিজেপি বিরোধিতা শুরু চড়াতে গিয়ে নেতাজী ও মুখ্যমন্ত্রীকে এক প্রেক্ষিতে নিয়ে এলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। তিনি অভিযোগ করেছেন যে, নেতাজী ও মুখ্যমন্ত্রীর উভয়ের পরিপ্রেক্ষিত আলাদা হলেও, তাঁদের দুজনের সঙ্গেই যে রাজনৈতিক আচরণ করা হচ্ছে, তার মধ্যে অনেকটা মিল আছে। গতকাল তৃণমূল ভবনে তাঁর বিস্ফোরক মন্তব্যে শোরগোল ফেলে দিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু।

গতকাল তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু অভিযোগ করেছেন যে, বাঙালির ঐতিহ্যকে ধ্বংস করে দিয়ে, অবাঙালি শক্তি বাঙালির ঘাড়ের উপর চেপে বসতে চাইছে। বাংলার মাটিতে শাসন কায়েম করার চেষ্টায় আছে অবাঙালি নেতারা। প্রসঙ্গত বাংলাকে গেরুয়া চাদরে মুড়ে দিতে তৎপর হয়ে উঠেছে বিজেপি। সম্প্রতি বাংলা সফর করে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আর এরমধ্যেই পশ্চিমবঙ্গে এসেছেন পাঁচজন কেন্দ্রীয় বিজেপি নেতা। সমগ্র রাজ্যকে ৫ টি জোনে ভাগ করে দিয়ে, এই ৫ জন নেতাকে একেকটি জোনের দায়িত্ব দিয়ে বসানো হয়েছে। এরপর থেকেই বিজেপির বিরুদ্ধে ‘বহিরাগত’ বলার সুর চড়ালো রাজ্যের শাসক দল তৃণমূল। সুখেন্দুশেখর রায়, চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখরা বারবার বিরূপ মন্তব্য করেছেন বিজেপির বিরুদ্ধে। গতকাল একই ধরনের মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল তৃণমূল ভবনে বিজেপির উপর প্রবল আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর শেষ পরিণামের কথা মনে করিয়ে দিলেন তিনি। নেতাজির অন্তিম পরিণামের সঙ্গে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির মিল খুঁজে এনে তিনি জানালেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতি কেন্দ্রীয় সরকার বাঙালি বিদ্বেষী আচরণ করছে। তাঁর দাবি, দেশ দেশান্তরে বাঙালিরা ছড়িয়ে পড়েছে, তাঁদের দমন করতে না পেরে কেন্দ্রের শাসক দল বিজেপি রাজ্যের শাসন ক্ষমতা দখলের চেষ্টা চালাচ্ছে।

এভাবে নেতাজির সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা করায়, তাঁর বক্তব্যের অপব্যাখ্যা হতে পারে। একথা চিন্তা করেই ব্রাত্য বসু জানালেন যে, নেতাজির সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা তিনি করছেন না। কারণ উভয়ের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। কিন্তু বিজেপি সাম্প্রতিক কালে যে আচরণ করছে, তা তাঁকে নেতাজির পরিণতির কথা বারবার মনে করিয়ে দিচ্ছে। এরপর কংগ্রেস ত্যাগ করে নতুন দল গঠন প্রসঙ্গে তিনি নেতাজী ও মুখ্যমন্ত্রীকে আবার এক আসনে বসিয়ে দিলেন তিনি। তিনি জানালেন যে, কংগ্রেস ছেড়ে নতুন দল গঠন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন তিনি। এরপরে তিনি তৈরি করেছিলেন আজাদ হিন্দ ফৌজ। মমতা বন্দ্যোপাধ্যায়ও তেমনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে তৈরি করেছেন তৃণমূল কংগ্রেস।

এরপর গতকাল রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু জনগণের প্রতি প্রশ্ন করেন, ” এভাবে বাংলার সংস্কৃতি না জানা, রাজনীতি না জানা লোকজনকে দিয়ে বাঙালিকে দমন করার প্রয়াস কি বাংলার মানুষ মেনে নেবেন?” প্রসঙ্গত বিজেপির বিরুদ্ধে তৃণমূল অভিযোগ করে থাকে যে বিজেপি ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে রাজনীতির ময়দানে বাজিমাত করতে চায়। কিন্তু, গতকাল ব্রাত্য বসু যে মন্তব্য করেছেন, তার মধ্যে দিয়ে জাতিগত বিভেদ(বাঙালি-অবাঙালি বিভেদ)কে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে তৃণমূল, এমন অভিযোগ করেছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!