এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ‘অটলদাকে’ মায়ের হাতের মালপোয়া খাওয়ানোর কাল্পনিক কার্টুন প্রকাশ করে জল্পনা বাড়ালেন তৃণমূল নেত্রী

‘অটলদাকে’ মায়ের হাতের মালপোয়া খাওয়ানোর কাল্পনিক কার্টুন প্রকাশ করে জল্পনা বাড়ালেন তৃণমূল নেত্রী


গতবছর ১৬ ই আগস্ট প্রয়াত হয়েছিলেন ভারতবর্ষের রাজনীতির অন্যতম স্তম্ভ তথা পূর্ব প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। বর্তমান রাজনীতিতে যেখানে অকথা-কুকথা এবং রাজনৈতিক বিরোধিতাকে ব্যক্তিগত বিরোধিতার জায়গায় নিয়ে যাওয়াটা বিন্দুমাত্র আশ্চর্যের বিষয় নয়, সেখানে বাজপেয়িজী ছিলেন এক বিরল চরিত্র। শাসক-প্রতিপক্ষ প্রত্যেকে এক বাক্যে বাজপেয়ীর ব্যক্তিজীবনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন।

আর তাই গতকাল অটলবিহারী বাজপেয়ীর প্রথম প্রয়ান তিথিতে অনেক নেতাই নিজের নিজের মতন করে তাঁর স্মৃতিচারণা করেছেন। অটলজির স্মৃতিসৌধতে পুষ্পার্ঘ্য নিবেদন করে প্রদক্ষিণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি এবং বিরোধী দলের অনেক নেতারাই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। কিন্তু এসবের মাঝখানে প্রথম প্রয়ান তিথিতে অটলবিহারী বাজপেয়ীকে একটু অন্যরকম ভাবে স্মরণ করলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইদানিং তৃণমূলের তরফ থেকে ফেসবুকে একটি পেজ চালানো হচ্ছে যার নাম “আমার গর্ব মমতা”। গতকাল ফেসবুক এবং টুইটারে এই পেজটিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অটল বিহারি বাজপেয়ির একটি কার্টুন চিত্র দেখতে পাওয়া যায়। সম্পূর্ণ কাল্পনিক কথাবার্তায় এই দুই কার্টুন চরিত্রের মধ্যে যেখানে দেখা যাচ্ছে অটলবিহারী বাজপেয়ী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর মা গায়ত্রীদেবীকে। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে রান্না ঘরে বসে বাজপেয়ির হাতে মালপোয়া তুলে দিচ্ছেন গায়ত্রীদেবী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মমতা অটলজিকে বলছেন, “অটলদা আমি কৃতজ্ঞ যে আপনি আমাদের বাড়িতে এসেছেন।” যার জবাবে ভুতপূর্ব প্রধানমন্ত্রী অটলজি বলছেন, “মায়ের হাতের তৈরি মালপোয়া কি না খেয়ে থাকা যায়?” পোস্টটির নিচে লেখা আছে ২০০০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী কালীঘাটে মমতা দিদির আধা-পাকা বাড়িতে যান, মা গায়ত্রী দেবীর সাথে দেখা করতে এতটাই উদগ্রীব ছিলেন বিজেপির সর্বোচ্চ নেতা। দিদির মধ্যে ভালোবাসা যে এখনকার নেতাদের কিছু কথার মাধ্যমে কলঙ্কিত করা যায় না তাও তুলে ধরা হয়েছে।

এদিকে এরপরে টুইট করে নিজের টুইটার হ্যান্ডেলে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ করেন। এদিন বাজপেয়ির শাসন নীতির প্রশংসাও করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সেই সূত্র ধরে কাশ্মীর ইস্যুতে বিজেপিকে খোঁচা দিতেও ছাড়েননি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়‌। যেখানে তিনি লিখেছেন, বন্দুকের নলে কাশ্মীর সমস্যা সমাধানে তিনি বিশ্বাস করতেন না। মূলত তিনটি বিষয়কে সামনে রেখে কাশ্মীর নীতি ঠিক করেছিলেন বাজপেয়িজি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে তা হল – মানবিকতাকে অগ্রাধিকার দেওয়া, গণতন্ত্রকে সম্মান করা এবং কাশ্মীরের সাংস্কৃতিক ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া। এই তিন নীতি নিয়ে কাশ্মীর সমস্যার সমাধান করতে বদ্ধপরিকর ছিলেন প্রধানমন্ত্রী। আর বাংলার মুখ্যমন্ত্রীর এই টুইট এবং ফেসবুক পেজে তাঁর সংগঠনের তরফ থেকে এই কার্টুনের বার্তালাপ তুলে দিচ্ছে অনেক প্রশ্ন এবং অনেক জল্পনা। বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বর্তমান নেতৃত্বের উপরে অভিযোগ করে এসেছেন যে তারা গণতন্ত্রকে ঠিকঠাক গুরুত্ব দিচ্ছেন না।

তাই এবার বিজেপির সর্বোচ্চ নেতা প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে নিজের সম্পর্ককে সর্বসমক্ষে নিয়ে এসে প্রমান করতে চাইছেন কিছু? রেলমন্ত্রী থাকাকালীন কতটা স্নেহের পাত্রী তিনি ছিলেন, সেটাই কি দেখাতে চাইছেন তিনি? উঠছে সেইসব প্রশ্ন। তবে, অটলবিহারী বাজপেয়ীকে হঠাৎ করে ‘অটলদা’ সম্বোধন নিয়ে হাসাহাসি শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়া জুড়ে! এমনকি যে বিজেপিকে তিনি উঠতে-বসতে তুলোধনা করেন, তাদেরই প্রয়াত নেতাকে মালপোয়া খাওয়ানোর কাল্পনিক কার্টুন প্রকাশ নিয়েও কম জল্পনা চলছে না!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!